টাঙ্গাইলের ইমতিয়াজ ঢাকা বিভাগ উত্তরের অধিনায়ক নির্বাচিত

in dlive •  7 years ago 

criket_tangailtimes-12-2-18-4_jpg.jpg

টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক ইমতিয়াজ আহম্মেদ অনুর্ধ-১৪ ক্রিকেটে ঢাকা বিভাগ উত্তরের অধিনায়ক নির্বাচিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত অনুর্ধ-১৪ ঢাকা বিভাগ উত্তরের ক্রিকেট প্রতিযোগিতায় অসাধারন ক্রীড়া নেপুন্য জন্য ইমতিয়াজ আহম্মেদ এর এই সাফল্য।

এছাড়া ঢাকা বিভাগ উত্তর অনুর্ধ-১৪ ক্রিকেট এর ১৪ জনের মূল দলের হয়ে খেলার সুয়োগ পেয়েছে টাঙ্গাইল জেলা দলের রিজান হোসেন, সাকিব হোসেন।

ইমতিয়াজ আহম্মেদের জন্ম ২০০৪ সালের ১ আগষ্ট, টাঙ্গাইল পৌর এলাকার বেপারী পাড়ায়।পিতা আব্দুল মালেকের ৪ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ইমতিয়াজ আহম্মেদ ছেলে বেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী। ইমতিয়াজের অভিবাবক(চাচা) সালাহ্উদ্দিন আহম্মেদ ইমতিয়াজকে টাঙ্গাইল স্পোটর্স একাডেমিতে ভর্তি করিয়ে দেন। ফলে ইমতিয়াজের পক্ষে তার প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ তৈরি হয়।

ইমতিয়াজ স্কুল ক্রিকেট, বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেট ভালো ফলাফল করায় টাঙ্গাইল জেলা অনুর্ধ-১৪ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়।সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিভাগ উত্তরের অনুর্ধ-১৪ ক্রিকেট টুুনামেন্টে ইমতিয়াজের সাফল্যগুলো হচ্ছে, কিশোরগঞ্জেজেলা দলের সাথে ১০ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট লাভ এবং ব্যাটে অপরাজিত ৩০ রান করে, জামালপুর জেলাদলের বিপক্ষে ৯ ওভার বল করে ১৭ রান করে ৩ উইকেট লাভ এবং ব্যাটিং এ ৩৮ রান করে। সেমিফাইনালে ময়মেনসিংহ জেলা দলের বিপক্ষে ১০ ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেট লাভ এবং ব্যাটিং ০৭ রান করেন।

ফাইনাল ম্যাচে নেত্রোকোনা জেলাদলের বিরুদ্ধে ১০ ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেট লাভ এবং ব্যাটিং ২৮ রান করে।ক্রিকেট খেলোয়ার মধ্যে ইমতিয়াজের পচ্ছন্দের খেলোয়ার হচ্ছে দেশে সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবং বিদেশে অষ্ট্রেলিয়ার ওর্য়ানার। ইমতিয়াজ আহম্মেদ ভবিষ্যতে বাংলাদেশ দলের হয়ে খেলা ইচ্ছা পোষন করেন এবং তার সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চান।

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ইমতিয়াজের সাফল্য প্রসঙ্গে বলেন,“ইমতিয়াজের এই সাফল্য আমি অত্যন্ত আনন্দিত। ইমতিয়াজের বাংলাদেশ অনুর্ধ- ১৫ দলে সুযোগ পাওয়ার জন্য যত ধরনের সহয়োগিতা করা প্রয়োজন আমি করবো।শুধু টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিসেবে নয়, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হিসেবে আমার যতটুকু করা দরকার আমি করবো”।

ইমতিয়াজের এই সাফল্য প্রসঙ্গে তার কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান বলেন,“এতো সুন্দর বাহাতি অফ স্পিনার এবং ব্যার্টস ম্যান ইতিপুর্বে টাঙ্গাইল জেলায় খুব কম দেখা গেছে। আমি ইমতিয়াজকে ৩ বছর প্রশিক্ষন দিচ্ছি। ওর মাঝে বাংলাদেশ দলে খেলার সব ধরনের প্রতিভা আছে। আমি ইমতিয়াজের সুন্দর ভবিষ্যত কামনা করছি”।

উল্লেখ্য, ঢাকা বিভাগ উত্তর ৯টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছে, টাঙ্গাইল , ময়মেনসিংহ,গাজীপুর, নেত্রেকোনা, কিশোরগঞ্জ,জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ, এবং নরসিন্ধী। রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় ইমতিয়াজের দল ঢাকা বিভাগ উত্তর প্রথম খেলায় বিকেএসপি’র সাথে ৯ উইকেটে পরাজিত হলেও ইমতিয়াজ ২১ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ইমতিয়াজ পেয়েছে ৫টি ইউকেট।

টাঙ্গাইলটাইমস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!