কাউকে বাদ দিয়ে নির্বাচনে যাবে আ.লীগ : নাসিম

in dlive •  7 years ago 

Nasim-tangailtimes-9-2-18-4_jpg.jpg

সরকার কোনো ব্যক্তি বা দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশা করছেন তিনি।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এক অনুষ্ঠানে নাসিম এ সব কথা বলেন।

এর আগের দিন দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। বিএনপির অভিযোগ, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতে আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।

এই অভিযোগের জবাবে নাসিম বলেন, ‘কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়েই আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। আমরা সবাইকে নির্বাচনে দেখতে চাই। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে নাসিম বলেন, ‘বিএনপি আমাদের যে দোষারোপ করছে এটা ঠিক নয়। একটি রায়কে কেন্দ্র করে আদালত যা করার তা করেছে। কেউ যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন তার অধিকার আছে উচ্চ আদালতে যাওয়ার। হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। সে অধিকারটা এখনও বাংলাদেশে আছে।’

তবে বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে রায় সেটি জনপ্রত্যাশিত বলেও নিজের মতের কথা জানিয়ে দেন মো. নাসিম।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় বিএনপির ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করেছে। এবারও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে বিএনপির দাবিতে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ।

এ নিয়ে দুই পক্ষের দুই মেরুতে অবস্থানের মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় রাজনৈতিক সংকটকে ঘণীভূত করবে বলে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। যদিও আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক সংকট নয়, বিএনপির ভেতর সংকট ঘণীভূত হয়েছে।’

খালেদা জিয়া কারাগারকে ভয় পাচ্ছেন মন্তব্য করে নাসিম বলেন, ‘আপনি ভয় পান কেন? ভয় পাওয়ার তো কিছু নেই। আপনি কাঁদেন কেন? যিনি সত্যিকারের রাজনীতিবিদ, তিনি জেলকে ভয় পান না।’

‘জীবনে রাজনীতি করতে গিয়ে আমি কত জেল খেটেছি নিজেও জানি না। আপনাদের সব আমলেই আমি জেল খেটেছি।’

টাঙ্গাইলটাইমস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!