টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেফতার

in dlive •  7 years ago 

tangailtimes-15-2-18-5_jpg.jpg

টাঙ্গাইলে তিনজনকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার গোডবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলেন- নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৯), ঢাকার উত্তরার মৃত নুরুল হোসেনের ছেলে তারেক হোসেন (৪৪) এবং নরসিংদীর পশ্চিম বাহ্মনদী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন (৪৪)।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোডবাড়ী গ্রামের মোতালেবের বাড়ির দক্ষিণ পশ্চিমের ইউক্যালিপটাস গাছের বাগানের ভেতরে অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

এ সময় তিনজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানায়- তারা দীর্ঘদিন ধরে নরসিংদী ও আশপাশ জেলায় এলাকায় ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকা- করে আসছে।

তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয়ভীতি, হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে থাকে। এ ব্যপারে র্যাহব বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

টাঙ্গাইলটাইমস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!