টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে ঝুলে আজিজুল হক (১০) নামের এক হাফিজিয়া মাদরাসার ছাত্র আত্মহত্যা করেছে।
রোববার সকালে উপজেলার মহানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজিজুল ওই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে এবং তৈলধারা হাফিজিয়া মাদরাসার ছাত্র।
জানা যায়, রোববার সকালে ঘুম থেকে ওঠে বাড়িত থেকে বের হয়ে যায় আজিজুল। এর কিছুক্ষণ পরে স্থানীয়রা বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলটাইমস