সরকারি কোষাঘার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুর করেছেন টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেডারেশনের সম্পাদক হারুন আজাদ, পৌর সচিব কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, বাদশা মিয়া, আসাদুল হক সেন্টু, সাদ্দাম তালুকদার প্রমুখ।
টাঙ্গাইলটাইমস