কালিহাতীতে জমি অধিগ্রহণের টাকার দাবীতে স্থানীয়দের বিক্ষোভ

in dlive •  7 years ago 

tangailtimes-16-2-18-5_jpg.jpg

টাঙ্গাইলের কালিহাতীতে নদী খননের জন্য অধিগ্রহন করে নেয়া জমির টাকা না দিয়ে খনন কাজ শুরু করায় আন্দোলন করছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার সকালে থেকে বিকাল পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার যমুনা নদী থেকে নিউ ধলেশ্বরী নদী খনন প্রকল্পের মুখ পথে লাঠি হাতে জমির মালিকরা এ আন্দোলনে নেমেছে। যমুনা নদীর পারে এ আন্দোলনে এলাকার শিশু থেকে সকল বয়সীরা অংশ নেন।

আন্দোলনরত জমির মালিকরা জানান, তাদের ফসলি জমি সরকার চাইলে নিতে পারে। কিন্তু টাকা না দিয়ে নিবে কেন। জমি অধিগ্রহণের টাকার ২০১৭ সালে দেয়ার কথা বলা হলেও এখনও কোন টাকা পাইনি আমরা। এই ব্যাপারে একাধিকবার জেলা প্রশাসনের নিকট আবেদন করলেও কোন লাভ হয় নাই,বরং খনন কাজের সংশ্লিষ্টরা তাদের নানা ভাবে হয়রানি করছে।

এসময় জমির টাকা দিয়ে তারপর কাজ শুরু করার দাবিও জানান এলাকাবাসী।

টাঙ্গাইলটাইমস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has received a 0.03 % upvote from @drotto thanks to: @tripto.