কুকুরের উপকারী প্রাণী। আমাদের আশেপাশে অনেক কুকুর দেখা যায়। কুকুর সারা দুনিয়া ঘুরে বেড়ায়। কুকুর সচারাচর যেখানে সেখানে দেখা যায়। কুকুর বিভিন্ন কালারের হয়ে থাকে। আমাদের দেশীয় কুকুরগুলা বিশেষ করে কালো লাল ও কমলা বের হয়ে থাকে। আমাদের দেশে কুকুর অনেক। প্রত্যেকটি এলাকার মোড়ে মোড়ে কুকুর দল বেঁধে থাকে। আমাদের দেশে কখন নিধন কর্মসূচি মাঝে মাঝে পালিত হয়। তবে সব সময় হয় না। অনেক দেশের মানুষ কুকুরের মাংস খেয়ে থাকেন। আমাদের এদেশের মানুষ খায় না। নিউজে দেখেছিলাম। কোন দেশে জানি কোন কুকুরের অস্তিত্বই নেই। কুকুর রাতের বেলা আমাদের এলাকা পাহারা দিয়ে থাকে। কুকুর বিশ্বস্ত একটি প্রাণী। কুকুর যে কোন খাবার খেয়ে থাকে। কুকুট বাড়ির ময়লা খাবার খেয়ে থাকে।
কুকুর বিশ্বস্ত একটি প্রাণী
last year by shuvon5 (59)