আমরা সবাই বেশিরভাগ সময় আবেগের বশে নতুন ক্যামেরা কিনি, কিন্তু ক্যামেরা কেনার আগে সঠিকভাবে প্লান করতে হবে , সঠিক মডেল পছন্দ করতে হবে , সাথে বাজেট নিয়ে একটা প্লান থাকা উচিত , সেই বিষয়ে এ আজ কথা বলবো
ক্যামেরা বডি ঃ একটা ক্যামেরার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বডি , বডি যতটা ভালো হবে আপনি ততটা ভালো রেজাল্ট পাবেন , তাই ক্যামেরা বেশি দাম দিয়ে কিনেন বা কম দাম দিয়ে কিনেন একটা ভালো বডি কেনার চেষ্টা করবেন , আমি বলবো এন্ট্রি লেভেলের ক্যামেরা না কিনাই ভালো , কারণ দুইদিন পরে এটা কোন কাজই লাগে না । আপনার যদি মোটামুটি একটু বাজেট থাকে তাহলে আপনি ক্যানন 80d অথবা 90d ডি কিনতে পারেন , এই ক্যামেরার বডি কিনতে আপনার মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা খরচ হবে ,
ক্যামেরা লেন্স ঃ আপনি যে ক্যামেরায় কিনেন না কেন ক্যামেরার সাথে একটা কিট লেন্স দেওয়া থাকে , আমি সব সময় বলবো এই ধরনের কিট লেন্স কে এভোয়েড করবেন , কারণ কিট লেন্স বাস্তব জীবনে কোন কাজই লাগেনা , ক্যামেরার সাথে কিড লেন্সকে ফ্রি বলা হয় কিন্তু বাস্তবে এই ক্যামেরার সাথে কিট লেন্স টা কি ফ্রি দেওয়া হয় না , যদি দোকানদারকে বলেন আমি কিট লেন্স নেব না আপনি ক্যামেরার বডিতে আমাকে কিছু টাকা ডিসকাউন্ট করে দেন , তাহলে সে আপনাকে তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে , যে টাকাটা আমাদের অরজিনাল লেন্স কিনতে কাজে লাগবে , ক্যামেরা লেন্স অনেক বড় একটা টপিক এই টপিকে পরে একদিন কথা বলব ।