###মুরগি :মন খুব খারাপ যতই ডিম পারি মালিক সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়
#হাঁস :ঠিকই বলেছিস
#টিকটিকি: আমার মতো ডিম গুলি লুকিয়ে রাখতে পারিস না ।কই আমার ডিম তো ওরা বিক্রি করে না।
#শিয়াল:খুবই খারাপ কথা মুরগি ভাই ।তুমি আজ সন্ধ্যার পর শেওরা গাছের নিচে দেখা করবা কেমন ।
#কুকুর :শেয়ালের কথায় কান দিওনা মুরগি ভাই সে এক নম্বর ধান্দাবাজ
#বিড়াল :ভাগ্য ভাল যে আমি ডিম পারি না
#ছাগল :তোরা মানুষের বদনাম করিস কেন এরা কতো ভাল আমি জানি ,আমাদের কত আদর করে ঘাস পাতা খেতে দেয়।
গরু :ছাগলরে তুই ছাগলই রইয়া গেলি ,পরে বুঝতে পারবি এত আদর করে কেন?
#কুকুর :আমি ছাগলের সাথে একমত।
#মুরগি :কুকুর তুই এতো বকিস না।
#কচ্ছপ :hi guys singne in করতে একটু দেরি হয়ে গেল।কেউ কিছু মনে করেন নিতো।
#হায়না:তুই তো এমনিতেই ধীরস সেটা আমরা জানি,মনে করার কিছু নাই ।
#হাতি:হায়না ভাই এটা কিন্ত ঠিক না তুমি একটু জোরে দৌড়াও বলে , আমাদের গতি নিয়ে হাসাহাসি করবে।
#কচ্ছপ:আমি ধীরস কে বলল ভুলে গেছ ,যে আমি খরগোশ কে দৌড়াএ হারিয়ে ছিলাম খরগোশ কই কিছু বলছোনা যে
#জিরাফ :খরগোশ এর মোবাইল ফোনের নেট পাকেজ শেষ , তাই লাইনে আসতে পারছেনা।
###তারা আজকের মতো এখানে ই তাদের কথাপোকথন শেষ করল।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!