steemit.com এটা একটা সোশ্যাল সাইট যেমন ফেসবুক এর মত। কিন্তু পার্থক্য হচ্ছে ফেসবুকে লাইকের বিনিময়ে কোন টাকা পাওয়া যায় না। কিন্তু এই সাইটে প্রতি লাইকের জন্য ০.০১$ দেয়, এর মানে আপনি একটা পোস্ট করলেন ১০০ টা লাইক পেলেন আপনার একাউন্ট এ ১$ জমা হবে। বিশ্বাস না হলে সাইটে যান অথবা steemit নামে ইউটিউব সার্চ করেন। হাজারো প্রুফ পাবেন। যারা ১ বছরের বেশি কাজ করছে। কিন্তু পাওয়ার বেশি থাকলে ১০০ লাইকেই ২-২.৫$ হবে।
যেহেতু এখানে লাইকেই টাকা দেয় তাই এখানে লাইক পাওয়া না।
রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
- এখানে রেজিস্টার করতে হলে https://
steemit.com/pick_account লিংকে গিয়ে আগে username দিন। ইউজার নেম কি জিনিস না জানলে গ্রুপ লিভ নেন। তারপর next এ ইমেইল দেন, এরপর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে 0 বাদে আপনার ফোন নম্বর লিখুন। লক্ষ্য করুন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার সময় অটোমেটিক +880 আছে তাই। এবার ফোনে মেসেজ আসবে। কনফার্ম করুন। ইমেইল আসবে কনফার্ম করুন। এবার ৭২ ঘন্টার মধ্যে আরো একটা ইমেইল আসবে যেটায় একটা কনফার্মেশন লিংক থাকবে। লিংকে গিয়ে একটা পাসওয়ার্ড পাবেন। সেটা কপি করে আগে অন্য কোন খানে রাখুন। কারন এখানে পাসওয়ার্ড রিসেট হয় না। অনেক কষ্ট হয়। এবার পাসওয়ার্ড টি পরের বক্সে পেস্ট করুন। এবার রেজিস্টার কনফার্ম করুন।
এখন ১০০ জনের প্রোফাইল লিংক এই গ্রুপ এ দিব। সবার কাজ হবে আপাতত steemit এ ১০০ জন কে ফলো করা। তাই আগে ১০০ জনকে আগে গ্রুপে নেয়া হবে যারা Steemit এ কাজ করবে।
- এখানে রেজিস্টার করতে হলে https://