"সঠিক নিয়মে বই পড়ি সল্প পড়ায় ভাল রেজাল্ট করি" (পর্ব ১)

in education •  6 years ago 

"সঠিক নিয়মে বই পড়ি সল্প পড়ায় ভাল রেজাল্ট করি"*


Source

আমরা যারা স্টুডেন্ট তারা মা বাবার কাছ থেকে সবসময় একটা বাক্য শুনে থাকি “বেশি করে পড়! এবার কিন্তু ভাল রেজাল্ট করতে হবে!” আমরাও ভাল রেজাল্টের আশায় অথবা ভাল কোন প্রতিষ্ঠানে ভর্তি হবার আশায় সারাদিন পড়ার মধ্যে ডুবে থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এত পড়ালেখার পরও ফলাফল আশান্রুপ হচ্ছে না। অথচ যে বন্ধু টা সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরও পরীক্ষায় অনেক ভাল ফল করছে। এর কারণ কি শুধুই মেধার তারতম্য? নাকি অন্য কিছু নাকি কোন ম্যাজিক? না শুধু মেধা বা এ কোন ম্যাজিক না ! স্রষ্টা সবাইকেই মেধা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মেধার সঠিক ব্যবহারই ভাল ছাত্র আর খারাপ ছাত্র দুই ভাগে ভাগ করে দেই।

অনেকেই আমরা এখনো সেই পুরনো ধারনার উপর ভিত্তি করে পড়ে থাকি " স্টাডি হার্ড" অর্থাৎ যত বেশি পড়ালেখা রেজাল্ট ও তত বেশি ভাল।কিন্তু ধারনা এখন পাল্টেছে, এখন "স্টাডি স্মার্ট" এই নীতির উপর ভিত্তি করে পড়ালেখা করাই বুদ্ধিমানের কাজ।।তোমার দৈনন্দিন পড়ালেখার পদ্ধতিতে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন যা তোমার পরীক্ষার রেজাল্ট ভাল করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আজকের আর্টিকেলে জানতে পারবে "স্টাডি স্মার্ট" এর কিছু গুরুত্বপূর্ণ টিপস।

১।একটানা বেশি সময় ধরে পড়াশোনা না করা।


Source
আমরা অনেকেই একটানা অনেক সময় ধরে পড়তেই থাকি বিশেষ করে পরীক্ষার সময়ে ঘন্টার পর ঘন্টা পড়তেই থাকি।কিন্তু দেখা যায় যে, সব পড়া মনে থাকে না আবার পরীক্ষার খাতায় লিখতে যাওয়ার সময় আবছা আবছা মনে পড়ে যা খুবই অসস্থিকর।বিজ্ঞানীদের মতে, মানুষের মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা একটানা ৩০ মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে শুরু করে। সুতরাং, একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস এখনই বন্ধ করো। পড়ার সময় কে ছোট ছোট ভাগে বিভক্ত করে নাও।২০- ৩০ মিনিট করে।

প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পর ছোট একটা ব্রেক নিয়ে নাও। এই সময়টুকু একদম chill থাক তোমার পছন্দের কিছু করতে পার যেমন; খাওয়া, গান শোনা, গেম খেলা ইত্যাদি। তারপর আবার সতেজ মনে আবার পড়াশোনা শুরু করে দাও।

২। A 2 Z মুখস্থ নয় বুঝে বুঝে পড়তে হয়ঃ

আমরা অনেকেই দাড়ি কমা সহ সব হুবুহ মুকুস্থ করে ফেলি থেকে আমাদের ছড়া, কবিতা প্রভৃতি দাঁড়িকমা সহ মুখস্থ করে ফেলি । অনেকেই আছে, যাদের কোন কিছুর সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবুহু বই এর সংজ্ঞা গড়গড় করে বলে দিতে পারবে, কিন্তু ব্যাখ্যা করতে বললেই চুপ। না বুঝে পড়া হুবুহ মুখস্থ করা পড়ালেখার একটা ভুল পদ্ধতি।

আর বর্তমান সৃজনশীল পদ্ধতিতে মুখস্থবিদ্যা তো পরীক্ষার খাতাই একদমই কাজ করেনা ভালো ফল করতে। সুতরাং বই এর সংজ্ঞা মুখস্থ করা বন্ধ করে মূল টপিকটা বুঝতে চেষ্টা করো। কেননা, মুখস্থ দশবার করলে দশবারই ভুলার সম্ভাবনা আছে, কিন্তু একবার ভালভাবে বুঝে নিতে পারলে কোনদিনও ভুলার চান্স নেই!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

khub valo post...hard work er theke smart work beshi effective...!

Hi, @jannat!

You just got a 2.75% upvote from SteemPlus!
To get higher upvotes, earn more SteemPlus Points (SPP). On your Steemit wallet, check your SPP balance and click on "How to earn SPP?" to find out all the ways to earn.
If you're not using SteemPlus yet, please check our last posts in here to see the many ways in which SteemPlus can improve your Steem experience on Steemit and Busy.