চাকরির জন্য নই পড়ালেখা শিক্ষার জন্য চাই পড়ালেখা

in educationeffect •  6 years ago 

চাকরির জন্য নই পড়ালেখা শিক্ষার জন্য চাই পড়ালেখা 

image source

আমাদের উদ্দেশ্য থাকে আমরা শিক্ষার জন্য পড়ালেখা করবো চাকরির জন্য নই । আপনি যদি সঠিক মাত্রাই আপনি যোগ্যতা অর্জন করতে পারেন চাকরির পিছনে আপনাকে ছুটাছুটি করা লাগবে না চাকরি আপনার পিছনে ছুটবে । আপনি শিক্ষা অর্জন করুন আর আপনি যদি চাকরি নাও পান আপানার কোন দুঃখ থাকবে না । আপনি যে কোন কাজ করতে পাবেন । আপনাকে কোন কিছুতেই আটকাতে পারবে না । শিক্ষার মূল্য সব যাই আছে যদি আপনি আপনার প্রতিভা দেখাতে পারেন আপনি সব জাইগাই জিতবেন । এখনও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয় । আর যার যোগ্যতা আছে সে একদিন না একদিন সঠিক চাকরি পাবেই । এটা নিয়া চিন্তা করার কিছু নাই । 

আবার অনেক প্রতিষ্ঠান আছে যেগুলতে যোগ্যতা না যাচাই না করে চাকরি পাই । কিন্তু দেখা যাবে যে জাইগাই তাকে চাকরিতে বসানো হচ্ছে সেই কাজ সম্পর্কে সে কিছুই বোঝে না । তার চাকরি করার মত কোন যোগ্যতা ছিল না। এরাই ওই প্রতিষ্ঠানের বিপদ ডেকে আনে। 

image source

আমাদের দেশে এই রকমের অনেক সমস্যা আছে , যার চাকরি করার যোগ্যতা সে চাকরি পাই না। কিন্তু যার যোগ্যতা নাই সে চাকরি পাই ফলে আমাদের দেশ দিন দিন অধঃপতনে যাচ্ছে । আর চাকরিতে শুধু মামা খালু থাকলে চাকরি হইয়া যাই যদিও যোগ্যতা না থাকে । কিন্তু এটা আমরা বুঝিনা দেশ উন্নত করার পিছনে একমাত্র শিক্ষত বাক্তিদের প্রয়োজন । শিক্ষত বাক্তি আজ সামান্য সাপোর্টের জন্য অনেক পিছনে পড়ে আছে । আপনি যদি খুজে দেখতে চান এমন শিক্ষত অনেক বেকার পড়ে আছে যাদের চাকরি করার যোগ্যতা আছে কিন্তু মামা কালু না থাকার কারনে চাকরি পাইনি ।  উন্নত দেশে যোগ্য বাক্তিকে আগে চাকরি দেওয়া হয় । আমাদের দেশে নই কেন । এটা যদি পরিবর্তন হত আমাদের দেশ ও অনেক উন্নত হত । 

image source

আজ আমি এই কথা গুলো বলতেছি ।কিন্তু এই কাজ পরিবর্তন করার ক্ষমতা যদি আমার থাকত আমি পরিবর্তন করার চেষ্টা করতাম । অসুন আমারা সবাই পরিবর্তন করার চেষ্টা করি । সবাইকে অনেক ধন্যবাদ । 

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

apnr post ti asolai khubi gurupto purno....apni khubi sundor o darun post korechn.... je gula jiboner jonno khubi gurupto purno...bortoman juge sobai chakrir jonno study kortache.....shikkar jonno kao study kortache nai sobai.... chakrir jonnoi porasuna kore....apnr post ti amr khubi vlo lageche... apni ato sundor kore je sobai k bujhaitechn....ajonno apnake onk donnobad

অনেক সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ....খুব ভাল লেগেছে আপনার এই গুরুত্বপূর্ণ টিপস.....আপনি ঠিক বলেছেন....চৎকার কথা লিখেছেন....এই পোষ্ট সবারি বুঝা উচিত....তাইলে আমাদের দেশটাও শিক্ষার দিকে অনেক এগিয়ে যেত....

চমৎকার লিখেছেন। একেকজন পড়াশোনা করে একেক কারণে। কেউ পড়াশোনা করে জ্ঞান বাড়ানোর জন্য, কেউ পড়াশোনা করে শুধু ডিগ্রি অর্জন করার জন্য, কেউ আবার ভালো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে।

আপনি একদম ঠিক বলেছেন ভাই ।ধন্যবাদ

তুমি যদি নিজেকে বর্তমান অবস্থানের চেয়ে ভালো অবস্থানে নিতে চাও তাহলে পড়াশোনার কোন বিকল্প নেই। নিজের জীবনকে সুন্দর করতে হলে, বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সে বিষয়ে যথেষ্ট ধারণা থাকা লাগে। আর নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার জন্য, নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে নেয়ার জন্য হলেও পড়াশোনা করাটা জরুরি।

আপনি অনেক সুন্দর করে আপনার মতবাদ দিয়াছেন ।অনেক ধন্যবাদ আপনাকে ।আপনার কমেন্ট পড়ে অনেক ভাল লাগলো

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!