"মজার ডিমের গল্প - শেষ পর্ব "
শাকিল সবাইকে ডাক দিল,
- তোরা এদিকে আয় দেখে যা এখানে কি।
সবাই কৌতুহল নিয়ে দৌড়ে ওদের ওখানে আসলো। তারপর শাকিল তাদেরকে বললো: - ওই যে দেখ ওখানে কি!
- আরে এগুলো তো মনে হচ্ছে ডিম।
এবার ডিমগুলো একজন গিয়ে নিয়ে আসলো। দেখলো ৬ টি ডিম। ওরা দেখে খুব খুশি। আরে ডিম পেয়েছি!! বলে চিল্লাতে লাগলো সবাই। আর ডিম নিয়ে যেন দৌড়াতে লাগলো সবাই।
এবার সবাই চিন্তায় পড়ে গেল এই ডিম গুলো নিয়ে তারা কি করবে। কি করা যায়! কি করা যায়!! এবার একজন বলে উঠলো, পিকনিক করা যায় না?
শাকিল বলে উঠলো
- ইয়েস!! ডিম ভূনা!!! চলো পিকনিক ডিম ভূনা দিয়ে।
সবাই আনন্দে চিল্লিয়ে উঠলো। সবাই যার যার বাড়ি থেকে চাল, ডাল, ঝাল, পেঁয়াজ, মসলা সবকিছু নিয়ে আসলো। তারপর রান্না শুরু হলো ভাত আর ডিম ভুনা। সবাই একসাথে রান্না করলো। মজা করে খেলো ডিম ভুনা ও ভাত।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | ঝিনাইদহ, বাংলাদেশ |