দীর্ঘ ১ মাস রোজা রাখার পর মুসলমানরা ঈদ উৎযাপন করে থাকে । এটা মুসলমানদের সবথেকে বড় উৎসব । এই উতসবে ধনী গরীব সবাই একসাথে নামাজ পড়ে কুলাআকুলির মাধ্যমে পরস্পর সহমর্মিতা জ্ঞাপন করে । ঈদের আগেই বিত্তবান মানুষ তাদের সম্পদের কিছু অংশ গরীব দুঃখী মানুষের বিলিয়ে দেয় যেন তারাও এই উতসবের আনান্দ টুকু উপভোগ করতে পারে। এই দিনে সব বাড়িতে ভালো খাবারের আয়োজন করা হয় । আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয় ।
ঈদের এই বিশেষ দিনে আমরা আমাদের পূর্ব পুরুষ দের মাজার জেয়ারত করে বিশেষ মুনাজাত করি । তাদের আত্মার মাগফিতের জন্য সবায় দোয়া করি । এটা বহু কাল থেকেই আমরা প্রতি ইদে এটি করি। অনেকেই তাদের মৃত সজনদের কবরে যেয়ে এইদিন তাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে । এই দিনে সবাই নতুন জামা কাপড় পড়ে ঈদগা ময়দানে যায় । বাচ্চারা নতুন জামা কাপড় পেয়ে অনেক খুশি হয় ।
roja rakha foroj
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit