ঈদ উপলক্ষে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যদের ঈদের সালামী ও শুভেচ্ছা প্রদান

in eidmubarak •  9 months ago 

প্রথমেই সারা বিশ্বের সমগ্র মুসলিমদের জানাই "ঈদ মুবারক",

ঈদ এক আনন্দময় উৎসব উদযাপন এর দিন। এ যেনো এক বাঁধভাঙ্গা খুশির জোয়ারে মাতিয়ে তোলে পুরো দেশ,সমাজ ও প্রতিটি পরিবারকে। মুসলমানদের দুটি বৃহৎ ধর্মীয় উদযাপন হলো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। তার মধ্যে সর্ব বৃহৎ ও আনন্দের ধর্মীয় উৎসব হলো ঈদ-উল-ফিতর। যথারীতি ১১ এপ্রিল ছিলো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ঈদ-উল-ফিতর। এ দিনটাতে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে একত্রিত হয় সকলে,মেতে উঠে আনন্দ উল্লাসে। এই দিনটাকে ঘিরে ছেলে,বুড়ো,যুবক,যুবতী সকলের মধ্যে থাকে এক আলাদা উৎসাহ আর উদ্দীপনা। সকলে দুঃখ,বেদনা ভুলে আপন করে নেয় একে অপরকে। পুরো একটি মাস রমজানের রোজারপর আসে এই দিনটি। ঈদ কে ঘিরে সারা মাস জুড়ে চলতে থাকে নানা আয়োজন। সকলে দিনটাকে পরিবারের সাথে খুব আনন্দে কাটান। প্রতি ঘরে ঘরে ছড়িয়ে পরে খুশির রোশনাই। আমি নিজেও ঈদ এর দিন একটু ঘুরতে বের হই। এতো আনন্দঘন একটি দিনে একটু ঘুরতে না গেলে কি আর হয়।

সকল মুসলমানেরা এ দিনটি খুব আনন্দের সাথে কাটান। প্রতি ঘরে ঘরে তৈরি হয় মজার মজার সব খাবার। সে সাথে সকলের গায়ে থাকে নতুন পোশাক। ঈদের আমেজটা মূলত শুরু হয়ে যায় ঈদের কয়েকদিন আগ থেকে অর্থাৎ রমজানের শেষ এর কয়েকটা দিন থেকে। চারদিকে কেনাকাটা,ঘর সাজানো,বাজার করা সব কিছুর যেনো একেবারে ধুম পড়ে যায়। এর মধ্যে আনন্দের কিছু অংশ হলো - পরিবারের সকলের জন্য নতুন পোষাক কেনা, উপহার কেনা, চাঁদরাত এ মেহেদি পরা ও আরো বিশেষ আমার কাছে যা খুব আনন্দের মনে হয় সেটা হলো 'সালামি'। সালামি ব্যাপারটার সাথে আমি শেষ কয়েক বছর যুক্ত হয়েছি। এ ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। সালামি নিতে এবং সালামি দিতে দুটো ই খুব আনন্দের মনে হয় আমার কাছে ।আমার বাংলা ব্লগ শুরুর পর থেকেই তাই আমি আমার বাংলা ব্লগ এর সকল ইউজারদের সালামি দিয়ে থাকি, সে সাথে অবশ্য পাইও। তাই আমি প্রতি বছর ডিস্কোর্ড এ নির্দিষ্ট সময়ের জন্য একটি চ্যানেল ক্রিয়েট করি সালামি দেওয়ার আইডিগুলো কালেক্ট করার উদ্দেশ্যে। আর প্রতিবছর ই দারুণ রেসপন্স পাই যা সত্যিই আমি খুব উপভোগ করি। এবারও প্রায় ১০০+ আইডি জমা পড়েছে ঈদ সালামির জন্য।

ঈদ মানেই খুশি, হাসি-আনন্দ আর হৈ হুল্লোড় । এরই মাঝে ঈদের সালামী একটি বড় আকর্ষণ সবার জন্যই । ঈদের সালামী আসলে একটি ঈদের ছোট্ট উপহার যেটা স্নেহ, প্রীতি আর বন্ধুত্বের একটি অনন্য নিদর্শন ।

বর্তমানে "ঈদ সালামী" একটা রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছে । ঈদের দিনে ছোট-বড় সবাই এই ঈদের প্রীতি উপহারের জন্য উন্মুখ হয়ে থাকে । যদিও বড়োদের তরফ থেকে ছোটদেরকে ঈদের সালামী দেওয়াটাই দস্তুর তবুও এখন যে কেউ যে কাউকে ঈদের সালামী প্রদান করতে পারে, এটাই বর্তমানের রেওয়াজ ।

প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও "আমার বাংলা ব্লগ" এর তরফ থেকে এর এডমিন/মডারেটর এবং সদস্যদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়ার উপলক্ষে ঈদের সালামী প্রদান করা হলো ।

আরো একবার সবাইকে ঈদের দিনে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন । হ্যাপি ঈদ ।

"আমার বাংলা ব্লগ"-এর ডিসকোর্ড সার্ভারেরeid-salami চ্যানেলে যাঁরা তাঁদের steemit id দিয়েছিলেন তাঁদের মধ্যে সকল এক্টিভ ইউজার এবং সকল ভ্যালিড steemit id -তে ১০ স্টিম করে ঈদ সালামী হিসেবে ট্রান্সফার করা হলো ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!