Ektukhani Thaki Lyrics from Tomar Pashe Hatte Diyo:
Ektukhani Thaki Song Is Sung by Iman Chowdhury And Atiya Anisha from Tomar Pashe Hatte Diyo Bangla Natok. Starring: Sunerah Binte Kamal And Khairul Basar.
Ektukhani Thaki Song Credits:
- Song: Ektukhani Thaki
- Drama: Tomar Pashe Hatte Diyo
- Singer: Iman Chowdhury & Atiya Anisha
- Lyrics: Pulak Anil
- Music: Iman Chowdhury
- Directed by: Anam biswas
- Label: Closeup Bangladesh
Ektukhani Thaki Song Lyrics:
তোমার কাছাকাছিআর একটুখানি থাকি,
তোমার জোড়াচোখে চোখ দুটো
প্লিজ রাখি।
তোমার পাশাপাশি
আর একটু পথ হাঁটি,
না হয় আজ ফিরতে বাড়ি
হলো রাতি।
এখনো তো কত কথা বলার আছে বাকী
তোমার কাছাকাছি একটুখানি থাকি,
একটু খানি থাকি হুঁ হুঁ হুঁ..
ইচ্ছে করে লুকিয়ে রাখি
তোমায় বুকের পাঁজরাতে,
অদেখা এক জোছনা দেখি
তুমুল যুগল মাঝরাতে,
এখনো তো কত রাত্রি
জাগার আছে বাকি,
তোমার কাছাকাছি আর একটুখানি থাকি।
তুমি কাতর আমার হাতে
তোমার দু'হাত রেখে,
ইচ্ছে করে মরে যাই
বেঁচে থাকার ভীষণ সুখে।
Full Lyrics