এটির আসল উত্তর ছিল: মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কি ক্যান্সারের সম্ভবনা বৃদ্ধি পেতে পারে?
মাথার কাছে মোবাইল ফোন রাখলে কোনো ক্ষতি হবে এমন কোনো ব্যাখ্যা বিজ্ঞানে নেই। মোবাইল ফোনের radiation হলো একরকম Radio-wave। এটি ionisation radiation নয়। এটি পরমাণুর ইলেক্ট্রনের ওপর কোনো প্রভাব দেখায় না। এর frequency খুব কম অর্থাৎ শক্তি খুব কম। এমনকি দৃশ্যমান আলো, মাইক্রোওয়েভ এবং অবলহিত রশ্মির চেয়েও শক্তি কম। অনেকে radiation শব্দটিকে ভয় পায়। কিন্তু দৃশ্যমান আলোও একপ্রকার electromagnetic radiation. দৃশ্যমান আলোর চেয়ে বেশি frequency এর electromagnetic radiation গুলোই শুধুমাত্র ক্ষতিকর। এককথায় মোবাইল ফোনের radiation থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
***বিজ্ঞানের ছাত্রদের জন্য electromagnetic spectrum-টি দিয়ে দিলাম।