বউ পেটানোর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, বললেন তাসকিন
সৌরভ মাহমুদ সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, সময় - ২০:৪৪
FacebookTwitterLinkedInGoogle+Share981
বউ পেটানোর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, বললেন তাসকিন
সাত বছর প্রেমের পর ২০১৭ সালের অক্টোবরে রাবেয়া নাঈমার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
(প্রিয়.কম) একটি অনলাইনে পোর্টালে বউ পেটানোর যে খবর প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হয়ে এই দাবি করেন।
তাকে নিয়ে ভুয়া খবর প্রকাশ করায় ওই অনলাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান জাতীয় দলের এই পেসার। এ সময় তাসকিনের সঙ্গে তার স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমাও উপস্থিত ছিলেন।
ভালোবেসে বিয়ের পর চার মাস হয়েছে সংসার করছেন এই দম্পতি। এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি ‘তাসকিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশ করে অনলাইন পোর্টাল ‘বাংলা ইনসাইডার’। এটি খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তাসকিন বলেন, ‘এটা মোটেও সত্য নয়, আমি নিজেই দেখে হাসছি। এখন ফেসবুকের যুগ মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। তাই হয়তো যা ইচ্ছা তাই লিখে। কিন্তু এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটা নিয়ে আমার বলার কিছু নাই। যারা লিখে তারা তাদের রিডার বাড়ানোর জন্য এই সব করে।’
বিষয়টি নিয়ে তাসকিন আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, ‘একটা বিষয় আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়।
তাসকিন আহমেদ বলেন, ‘গণমাধ্যম আমাকে সবসময় সহযোগিতা করেছে এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ। জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোনো এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।’
তিনি আরও বলেন, ‘সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি...’
নাঈমার সঙ্গে তাসকিনের প্রথম পরিচয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়। তাসকিনই প্রথম প্রেমে পড়েছিলেন নাঈমার। তবে মজার ব্যাপার হচ্ছে শুরুর দিকে নাঈমার কাছে নাকি পাত্তাই পাননি তাসকিন! যদিও এরপর দু’জনই মজেছেন দু’জনের প্রেমে। সাত বছর পর দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে গত বছরের ৩১ অক্টোবর নাঈমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ দলের এই তারকা পেসার।
তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই মুহূর্তে দলের বাইরে রয়েছেন তাসকিন। জাতীয় দলের বাইরে থাকলেও এই পেসার ঢাকা আবাহনীর জার্সি গায়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।