বলিউডের যে সুন্দরীরা বিবাহিত হয়েও থাকেন একা

in entertainment •  7 years ago 

 বলিউডে এমন অনেক অভিনেত্রীই আছেন যারা বিবাহিতা, কিন্তু নানা কারণে তারা স্বামীর সঙ্গে বাস করেন না। অনেকের ক্ষেত্রে ঘটেছে বিবাহবিচ্ছেদ, আবার অনেক অভিনেত্রী তাদের বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাতে ইচ্ছুক নন। এমন চারজন অভিনেত্রী হলেন-মাহিরা খানমাহিরা খান পাকিস্তানি অভিনেত্রী হলেও শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেন বলিউডে। এক সন্তানের জননী এ অভিনেত্রীর বিয়ে হয়েছিল ২০০৭ সালে। বিবাহবিচ্ছেদ হয় ২০১৫ সালে। এরপর থেকে একা রয়েছেন এ অভিনেত্রী।মল্লিকা শেরাওয়াতমল্লিকা শেরাওয়াত। বলিউড ছাড়াও মল্লিকা তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি ও চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য সমধিক খ্যাত মল্লিকার বিয়ে হয়েছিল ২০০০ সালে ক্যাপ্টেন করণ গিলের সঙ্গে। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। এক বছরের মধ্যে আলাদা হয়ে যান তারা।রাধিকা আপ্তেবলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার রাধিকা আপ্তে। নানাভাবে তিনি এর প্রতিবাদ জানিয়ে এসেছেন। ২০১২ সালে বিখ্যাত গায়ক বেনেডিক্ট টেলরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু রাধিকা কখনও তার জীবন ও স্বামী সম্পর্কে কোনো কথা বলেন না।সুরভিন চাওলাসুরভিন চাওলা। ‘হেট স্টোরি-২’ খ্যাত এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বিয়ের কথা ভক্তদের জানান। সুরভিন চাওলা জানান, ২০১৫ সালের ২৮ জুলাই ইতালিতে তাদের বিয়ে হয়েছিল। ব্যবসায়ী অক্ষয় ঠাকুরের সঙ্গে। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!