বমি করার ফলে এবং নাক দিয়ে রক্ত বের হলে উযু করা....?

in esteem •  6 years ago 


PSX_20181103_184148.jpg



عن أبي الدَّرْدَاء رضي الله عنه . أَنَّ رَسُولَ الله صلي الله عليه وسلم قَاء فَتوضأ ، فَلَقِيت ثوبان في مسجد دمشق فذكرت ذلك له فَقَال: صَدَق ، أنا صَبَبْتُ له وَضوءه . رواه الترمذي ، وقال قد راي غَيْرُواحد من أهلِ العِلمِ من أصحَابِ النّبي صلي الله عليه وسلم وَغيْرهم من التابعين الوضوء من القيء وَالرعاف . ط

  • আবু দারদা রা . থেকে বর্ণিত যে , রাসূল সা , বমি করার পর উযু করেছেন । ( আবু দারদা থেকে বর্ণনাকারী বলেন ) অত : পর আমি দিমাসকের মসজিদে সাওবান রা . এর সাথে সাক্ষাত করলাম এবং এ বিষয়ে তার সামনে আলোচনা করলাম । তখন তিনি বললেন , আবুদারদা রা , সত্য বলেছেন । আমি নবী সা . কে উযুর পানি ঢেলে দিয়েছিলাম । তিরমিযী । ( তাহারাত - ৮৭ ) । ইমাম তিরমিযী বলেছেন , সাহাবী ও তাবেয়ীনের একাধিক আলেম এর মতে বমি করলে এবং নাক দিয়ে রক্ত বের হলে উযু করতে হয় ।

............................................................................

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مَرَفَوعَا : « مَن أَصَابَه قيء أَوَ رعاف أو قَلس أو مَذيّ فَلْيَنصَرِف فَلْيَتَوضاً ، ثُمَّ لْيَبْنِ عَلى صَلاتِه ! وَهُوَفي ذلك لا يتكلم » أخرجه ابن ماجه .ط

  • আয়েশা রা . থেকে মারফু সূত্রে বর্ণিত যে , ( রাসূল সা . বলেছেন ) যার বমি হয়েছে , অথবা নাক দিয়ে রক্ত ঝরেছে , অথবা পেট থেকে মুখে পানি এসেছে অথবা মযী বেরিয়েছে , সে যেনাে ফিরে যায় এবং উযু করে । অতঃপর তার নামাজের উপর বিনা করে ( তথা , পূর্বে যেখান থেকে নামাজ ভঙ্গ হয়েছে , সেখান থেকে পূর্ণ করে ) , সে ( যদি ) ইতিমধ্যে কথা না বলে থাকে । ইবনে মাজাহ ( সালাত - ১২২১ ) ।


IntroText_20181225_203245.gif



এ হাদীসের সনদে ইসমাঈল ইবনে আইয়াশ রয়েছেন , যিনি বিতর্কীত । ( তবে ) ইবনে মাঈন তাকে নির্ভরযােগ্য সাব্যস্ত করেছেন । আততীবুশ শাযী গ্রন্থে অনুরূপ রয়েছে । এ হাদীসটি যদিও মুরসাল , কিন্তু আমাদের মতে এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে এটি দলিল হতে পারে । বিশেষ করে মা'দানের হাদীস এটাকে শক্তিশালী করে । ইমাম শাফেয়ী রহ , থেকে বর্ণিত যে , এই হাদীসটি বিশুদ্ধ মেনে নিলেও উযু দ্বারা হাত ধৌত করা উদ্দেশ্য , নামাজের উযু নয় । এর উত্তর হলাে , এটি কোনাে লক্ষণ ছাড়া বাহ্যিক অর্থ পরিত্যাগ করার নামান্তর ।

...........................................................................



IntroText_20181214_145152.gif



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very interesting post thank you for shere..?

Thank you for support and comment..?

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by gentle boy from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.

Very important post thank you for shere...?

Thank you for support and comment dear friend...?♥