I am playing mixed language with hope

in esteem •  7 years ago 

image

All of the hopes have been shared, I have
added to the day,
I am playing with the language mixed with language
It arises,
I am busy every day and I am busy sharing it
, it becomes unbounded
The day that is hoping, can not be divided into the
mind, anxiety incomprehensible
hope, anger filled the mind.
Hope comes, it touches even
some of the calls to the
reaction, the language is eroded
Many hopefuls have succeeded in life ; sadness has also been
more successful in life
, it is also remembered
Today, the language is the language, the language prevails, the
hope of
sharing the hope, whether it is shared or not
Now, I hope to get inspired from
hope,
write inspiration of language and write, I am fond of writing.

image

আশাগুলো সব, ভাগ করে করে রেখেছি
রোজ যোগ করি ভাষার সঙ্গে
মিশ্রিত ভাষা-আশাকে নিয়েই খেলছি|
আসার উদয় হয়, নিশ্চিত প্রতিদিন
আমিও ব্যস্ত ভাগ আর যোগ এ
সময় কাটানো, হয়ে যায় বাধাহীন|
যে দিন আশাকে, করতে পারিনা ভাগ
মন হয়ে ওঠে উদ্বেগে বিচলন
অপূর্ণ আশা, মনে ভরে দেয় রাগ|
আশা আসে, ছুঁয়ে চলেও তো যায়
কিছু কিছু ডাকে হাতছানি দিয়ে
প্রতিক্রিয়াতে, ভাষারই হয় ক্ষয়|
অনেক আশাই, সফল হয়েছে জীবনে
তারও বেশী অসফল হয়েছিল
বিষণ্ণতাও ছেয়েছিল, তাও আছে স্মরণে|
আজ ভাষা চাই, ভাষা চাই নব নিত্য
আশা বাধা দিক, তা যেন না হয়
ভাগ করে আশা, ভাষাতেই করি যুক্ত|
এখন হই না, আশা থেকে প্ররোচিত
আশাকে করেছি, ভাষার প্রেরণা
লিখি আর লিখি, লেখাতেই উল্লসিত|

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!