বৈশাখের ফ্যাশন নিয়ে হিড়িক লেগেছে পুরো দেশজুড়ে। এখন আর লাল-সাদায় সীমাবদ্ধ নেই বৈশাখ। আবার নতুন বছর বরণে যে শুধু শাড়িই পরতে হবে এই চিন্তাধারাও বদলে গেছে। সময় ও যুগের সঙ্গে বর্ষবরণের ফ্যাশনেও এসেছে পরিবর্তন। জুতো থেকে শুরু করে সবকিছুতেই। কথায় আছে, পোশাকে ফোটে ব্যক্তিত্ব, আর জুতা-ব্যাগে আভিজাত্য।
এই ফ্যাশনের দৌঁড়ে পিছিয়ে নেই জুতো স্যান্ডেলের বিভিন্ন কোম্পানিগুলো। ক্রেতা চাহিদা অর্থাৎ মূল্য এবং ডিজাইনের ওপর ভিত্তি করে তারা এনেছে তাদের সব কালেকশন এবং অফার।
বৈশাখ বাংলাদেশের অন্যতম একটি বিশেষ দিন। আমরা বাঙালীরা অনেক আনন্দের মধ্যে দিনটি উতদাপন করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit