God of incarnation

in esteem •  7 years ago 

image

Leave Kamini Kanchan, if you want to
give up the money, you have to leave Jopo Kaliman;
If you are wealthy, consider surplus meditation
.
He did the duty doctor even in his
house, but he would come to see every day,
do not neglect or neglect.
Bazimat made the quarrel against science;
Fans want to support more than the Guru in
any number of subjects.
The devotees know the disease, the guru has taken himself. He can become an avatara due to the
death of
God. Nilkantha has been made to emanate from the
disciple and devotees
, made poison.
Men said women's fascination, family bondage.
Thought of thousands of young people who have left the house,
and what is the hope of a monk?
Housewife, gentlemen, women, men, all equally
agree with him, incarnate, God's son-in-law.
The strange people of the world are strange to all the beasts,
and you will find them in the address of their mind . God is
not working in the science of intellectualization, and it
is said that God Himself is inferior .


কামিনী কাঞ্চণ পরিত্যাগ করো যদি চাও মোক্ষলাভ
টাকা পয়সা বিষয় আশয় ছেড়ে দিয়ে জপো কালীনাম ;
যদি তোমার বিত্ত হয় উদ্বৃত্ত দান ধ্যান কর সাধু সজ্জনে
বিজ্ঞানে বিশ্বাস অভক্তির লক্ষ্মন বিধাতার অসন্মান ।
কর্তব্য রত ডাক্তারকেও করেছেন অপদস্হ
বাড়ীতে তবুও আসতেন রোজ রোগীকে দেখতে ,
করতেন না অবহেলা ।
বিজ্ঞানের বিরুদ্ধে কুযুক্তি দিয়ে করেছেন বাজীমাত ;
ভক্তরা সংখায় বেশী গুরুদেবকে সমর্থন করা চাই
যে কোন বিষয় হোক ।
ভক্তরা জানে রোগকষ্ট মিছেই ,গুরু নিয়েছেন নিজে ।
এক লহমায় সাড়াতে পারেণ মৃত্যু কঠিন ব্যামো
ভগবান তিনি অবতার হয়ে মানব জীবনে ব্যাপ্ত ।
শিষ্য আর ভক্তদের রোগমুক্ত করতে
হয়েছেন নীলকন্ঠ, করেছেন বিষপান ।
পুরুষকে বলেছেন নারী মোহ ,সংসার বন্ধন ।
উদবুদ্ধ হয়েছেন হাজার তরুণ ঘর সংসার ছেড়ে
মায়ার বন্ধন কেটে হয়েছে সন্ন্যাসী কিসের আশায় ?
গৃহী ,সংসারী ,নারী ,পুরূষ সবাই সমান
তাকেই মেনেছে অবতার ,ঈশ্বরের বরপুত্র ।
পৃথিবী অদ্ভূত সব গোজাঁমিলে ভরা বিচিত্র মানুষ
এদের মনের ঠিকানায় তুমি পেয়ে যাবে ভগবান
বিচার বুদ্ধি বিজ্ঞান নিয়ে কাজ নেই আর বৃথা
অবতার তিনি ঈশ্বর নিজেই বলেছেন সেই কথা ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has received a 0.26 % upvote from @drotto thanks to: @smartsteem.