Thousands of civilizations, the history, ignorance
and the shelterlessness of all ages, all vanity
On the curved paths of the earth, he walked as much as he
grows, male tree, and wire continuously.
Men's decisions are as wrong,
then the last resort, vanity hair.
Men break down, they lose
sight of themselves , then look up, Nisha in bed
Tired soul comes, the waves of youth,
vanity, or anyone else.
So with Banalata, either dumpling,
male to it, island cinnamon.
Not a bird's eye, fear of death,
breaking of life's sphere, Malay Sea.
It came after so long, so much life was sought,
oh boy! Understand that, the chhaya in the majesty.
The tragedy is full of peace, the book of charity,
so she goes, the happiness of the bride.
Bimbisa dark, leaving the world,
who will bring him, snatched?
So he lives in darkness, falls ill,
lives in banned life, lives.
The wild life of Banalata, who sees it back?
The trunk in the deep sea, the return and the shore.
The activities of Banalata's psychological contradiction,
men find work in it, Jivanand
In the patriarchal society, this bizarre poison,
survival of Banalata, in the absence of Ashshek.
হাজার বছর সভ্যতার , যত ইতিকথা ,
উপেক্ষা আর আশ্রয়হীনা , সব বনলতা ।
পৃথিবীর বাঁকা পথে, হেটেছে সে যত ,
পিষেছে পুরুষ বৃক্ষ, তারে অবিরত ।
পুরুষের সিদ্ধান্ত গুলো যত হয় ভুল ,
তখনি শেষ আশ্রয়, বনলতার চুল ।
হাল ভাঙে পুরুষের, হারায় সে দিশা,
তখনি চোখে জাগে, বিদ ের্ভর নিশা ।
ক্লান্ত প্রাণে আসে, যৌবনের ঢেউ,
তখনি বনলতা, কিংবা অন্য যে কেউ ।
সেথা বনলতাকে নিয়ে, হয় ছিনিমিনি,
পুরুষের কাছে সেটা, দ্বীপ দারুচিনি ।
পাখির মতো চোখ নয়, ভয়েতে ডাগর,
জীবনের পাড় ভাঙে, মালয় সাগর ।
এতোদিন পরে এলেন, এতো জীবনের চাওয়া,
হায় পুুরুষ! বুঝে তাতে, মুগ্ধতায় ছাওয়া ।
দুদণ্ড শান্তিতে ভরেনা, বনলতার বুক,
তাই সে চেয়ে যায় , দাম্পত্যের সুখ ।
বিম্বিসার অন্ধকার , জগৎ ছেড়ে,
কে আর আনবে তাকে, ছিনিয়ে কেড়ে ?
তাই সে অন্ধকারে, পড়ে থাকে হায়,
নিষিদ্ধ জীবনের কাজে , জীবন কাটায় ।
বনলতার বুনো জীবন, কে দেখে আর ফিরে ?
গহীন সাগরে তরী ধায়, ফিরেনা আর তীরে ।
যে কাজে বনলতার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ,
সে কাজে পুরুষ খোজে, জীবনানন্দ ।
পুরুষতান্ত্রিক সমাজের, এই উদ্ভট বিষে,
বেঁচে থাকে বনলতা, অশেষ আশীষে ।
Congratulations @skjahan019! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes
Award for the number of upvotes received
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
To support your work, I also upvoted your post!
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit