Last seen

in esteem •  7 years ago 

image

It's time to go away,
now two, as well as two.
Will be cut off,
maybe or never, in
the same way, both will not be there as well.
So I wanted to avoid the doubts of the mind,
how are you?
Nothing says nothing,
sitting beside silent sitting.
I asked, is it
good?
I look a little blindly, I'm feeling bored
.
Silence is silent.
What should I think,
after a few moments, calling myself
, by the eyes of the eyes.
Surprised
,
I see what I see, really?
Suddenly, so many questions!
What do you need to know?
What else or the remaining
We have to go far away, far away from the possible thinking of
your eyes
.
This may be the last seen.
Will you never meet?
This is the last seen us?

image

অার কিছু সময় বাকি দূরে যাবার,
এখন দুজন পাশাপাশি।
বিচ্ছিন্ন হব,
হয়তো বা কখনই এমনি ভাবে,
থাকা হবে না পাশাপাশি দুজনে।
তাই মনের সংশয় এড়িয়ে জানতে চাইলাম,
কেমন অাছো?
কিছুই বললে না,
নির্বাক পাশে বসে রইলে।
অাবার জিজ্ঞেস করলাম,
ভালো অাছোতো?
একটু অাড় দৃষ্টিতে তাকালে অামার দিকে,
দেখে মনে হল বিরক্তবোধ হচ্ছো।
চুপ করে রইলেম।
কি ভেবে যেন,
একটু পরই অামায়,
নিজ থেকে ডাকলে, চোখের ইশারায়।
অবাক হলেম,
অামি যা দেখলেম,
সত্যি দেখলেম তো?
হঠাৎ বললে এতো প্রশ্ন!
অার জানার অাগ্রহের প্রয়োজনই বা কি?
অার কি বা অবশিষ্ট।
অামাকে চলে যেতে হবে অনেক দূরে,
তোমার চোখের অাড়ালে
সম্ভাব্য ভাবনা থেকেও দূরে কোথাও।
এটাই হয়তবা শেষ দেখা।
অার দেখা হবে না কি কখনো?
এটাই কি শেষ দেখা অামাদের?

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

good

Tx