"গোধুলির পাড়ে"
গোধুলির নিস্তব্ধ আলোয় নদীর পাড়টা যেন এক অদ্ভুত রকমের রূপ ধারন করে। আকাশের সন্ধ্যাকালীন আভা, নদীর বুকে মৃদু ঢেউ আর তীরে ধরে দাঁড়িয়ে থাকা গাছপালার অপরূপ ছায়া, সব মিলে যেন এক স্বপ্নময় দৃশ্য।
বাতাসে এক বহমান শীতলতা, আর দূরে কোথাও পাখির ঘরে ফেরার ডাকে প্রকৃতি যেন নিজের ছন্দ খুঁজে নিতে চায়।
নদীর ধার ঘেষে বসে থাকা মানুষগুলোর চোখে মুখেও সেই গোধুলির এক প্রশান্তির ছোঁয়া, যেন সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দিয়ে নতুন করে শুরু করার আয়োজনকে জানান দেয় এই নদী,
এই সময়।