পড়ন্ত সন্ধ্যায়

in evening •  10 days ago 

কোন এক পড়ন্ত সন্ধ্যায় বাইকটা নিয়ে এসে বসলাম নদীর পাড়ে। আজকে সারাদিনই মনটা অনেকটা খারাপ। আসলে মাঝে মাঝে আমার এমনটা হয়। কখনো কারণে বা কখনো অকারণে, এমনি মনের মধ্যে কেমন জানি খারাপ লাগে। এটা কি মনে হয় মুড সুইং বলে। তখন ভালো লাগে না কোন কিছুই, না কারো সাথে কোন কথা বলতে, না কোথাও যেতে, না কিছু খেতে, কোন কিছুই ভালো লাগে না। এজন্য নিজেকে একটু সময় দেওয়ার জন্য একাকী এসে বসলাম নদীর পাড়ে। বাইকটা পাশেই স্ট্যান্ড করে রাখলাম।

20250111_171623.jpg

এবার এসে বসলাম নদীর ঠিক তীরে যেখানে কিছু দূর্বা ঘাস জমে আছে। হাটু দুটো ভেঙে চোখ দুটো গেল পড়ন্ত সূর্যের দিকে। সূর্যের হলদে আভা আস্তে আস্তে যেন আরো লাল হয়ে উঠছে। কিছু পাখি উড়ে চলে গেল একসাথে দলবল নিয়ে। তাদের সারা দিনের সঞ্চয় বোধ হয় শেষ এখন বাড়িতে ফিরবে। কত নিশ্চিন্ত তারা, না আছে এই দুনিয়ার কোন চিন্তা, আর না আছে অন্য কোন চিন্তা। শুধু একটাই চিন্তা খাবার জোগাড় করবে আর আর তা খেয়ে বেঁচে থাকবে। মাঝে মাঝে মনে হয় এরকম কোন পাখি বা কীট পতঙ্গ যদি হতে পারতাম। অন্তত দুনিয়ার এই মায়া আর চিন্তা থেকে তো মুক্তি পেতাম।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ

যদিও মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। সবই তার মহাপরিকল্পনা। এখানে নিজেদের কোন হাতও নেই আর নিজেদের কোন মতামতও দেওয়া উচিত নয়। কেননা তার পরিকল্পনার উপরে আর কোন পরিকল্পনা হতে পারে না। যাইহোক, তারপর বেশ কিছুক্ষণ সময় ওভাবে বসে কাটালাম। আসলে ভালো সময় খারাপ সময় সবই তারই পরিকল্পনা। তিনি যেমন খারাপ সময়ে দেন আবার তিনিই ভালো সময় গুলোকে দেন। সবকিছুর পরেও সেই মহান রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা এবং শোকর। হঠাৎ করে গ্রামের এক মসজিদ থেকে মাগরিবের আজানের কানে আসলো। এবার উঠতে হবে। মনটা কিছুটা হালকা হয়েছে। এবার আরো হালকা হবে আল্লাহর দরবারে নামাজ আদায় করার পর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!