সকল পলিটেকনিক শিক্ষার্থী রা ইতিমধ্যে জেনে গেছো যে আগামি ডিসেম্বর মাসে আমাদের সেমিস্টার ফাইনাল ( পর্ব সমাপনী) পরীক্ষা। গত পরশুদিন পরীক্ষার রুটিন দিয়ে দিছে। আশা করি সবাই পেয়ে গেছো। তবুও স্টিমিট এ যারা আছো তাদের সুবিধার্থে আমি এখানেও দিলাম। তবে সব গুলা দেওয়া সম্ভব না। আমি শুধু ৫ম পর্ব মেকানিক্যাল এর রুটিন দিলাম। ফুল রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করো
এখানে আমি ফুল রুটিন বানিয়ে রেখেছি পিকচার টা দেখো সবাই। সাথে যারা রেফার্ড দিবেন তাদের সুবিধার্থে সেটার রুটিন ও খুজে বার করে দিছি। চোখ শেষ আমার। রুটিন টা আবার আমি এখানেও লিখে দিচ্ছি।
হাইড্রোলিক্স এন্ড হাইড্রলিক মেশিনারিজ - ১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০ টায়।
মেকানিক্যাল এস্টিমেটিং এন্ড কস্টিং - ১৮ ডিসেম্বর, মঙ্গলবার, সকাল ১০ টায়।
এডভান্সড ওয়েল্ডিং-১ - ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০ টায় ।
ক্যাড ক্যাম - ৭ জানুয়ারি, সোমবার, সকাল ১০ টায়।
একাউন্টিং থিউরি এন্ড প্রাক্টিস - ১৩ জানুয়ারি, রবিবার, সকাল ১০ টায়।
মেনুফ্যাকচারিং প্রসেস - ১৭ জানুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১০ টায়।
এগুলো সব ৫ম পর্বের বিষয় এর পরীক্ষার রুটিন।
ইলেক্ট্রিক সার্কিট এন্ড মেশিন - ১৭ ডিসেম্বর, সোমবার, বিকাল ২ টায়।
মেশিন সপ প্রাক্টিস-৩ - ১৯ ডিসেম্বর, বুধবার, বিকাল ২ টায়।
মেটালার্জি - ৬ জানুয়ারি, রবিবার, বিকাল ২ টায়
ইঞ্জিনিয়ারিং মেকানিকস - ৮ জানুয়ারি, মঙ্গলবার, বিকাল ২ টায়।
বিজনেস অরগানাইজেশন এন্ড কমিউনিকেশন - ১৪ জানুয়ারি, সোমবার, বিকাল ২ টায়।
এগুলো সব ৪র্থ পর্বের রেফার্ড খাওয়া বিষয় গুলোর রুটিন।
যারা ইলেক্ট্রিক সার্কিট এন্ড মেশিন আর মেশিন সপ প্রাক্টিস-৩ এ রেফার্ড খাইছো তাদের আইক্কা আলা বাশ। টানা ৪ টা পরীক্ষা দিতে হবে।
তো এই ছিলো। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য পোস্ট এ।