পরীক্ষায় ভাল রেজাল্ট করার কয়েকটি বুলেট প্রুফ টোটকা

in exam •  6 years ago 

পরীক্ষার সময় আসলে আমাদের মাথায় কাজ করে না। শুধু একটা চিন্তাই মাথাই ঘুরপাক খেতে থাকে পড়া কমপ্লিট করতে হবে, পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পড়ে যাচ্ছি, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা যায় রেজাল্টটা আশানুরূপ আসছে না। কিভাবে পড়লে পড়া ঠিক ভাবে কাজে আসবে? কিভাবে পরীক্ষায় ভাল ফল পাওয়া যাবে? ঠিক এই কথাগুলোই জানতে ইচ্ছা করে।যখন hardly study করেও ভাল ফলাফল হচ্ছে না তখন study হয়ে যাক smartly।আর কিভাবে smartly study করা যাই তাই নিয়ে আলোচনা করব আজকের পাঠে।

১।একটানা দীর্ঘক্ষণ না পড়ে পড়ার মাঝে বিশ্রাম নাওঃ


Source

দেখা যাচ্ছে কয়েক ঘণ্টা একনাগাড়ে পড়ছো, এর জন্য মাথাটা একটু ঝিম ধরে আছে। তো এখন তোমার মাথার ঝিম ধরটা কাটাতে তোমাকে একটা কাজ করতে হবে । কাজটা হল খানিকটা সময় ঘুমিয়ে নিয়া । ২০ - ৩০ মিনিটের ঘুম তোমার মস্তিষ্ক কে একটু বিশ্রাম পাবে। এর ফলে এতক্ষণ যা পড়েছো, তা তোমার মাথাই নিজে নিজেই আরেকবার ঘুরে আসবে। এতে দীর্ঘ সময় পর্যন্ত পড়াটা মনে থাকবে।

২।রাত জেগে পড়া নয়, দীর্ঘ সময় ঘুম চাইঃ

Source

পরীক্ষা আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিষ লক্ষ্য করা যায় যে, আমরা সকলেই রাত জেগে পড়ি। রাতে ঠিকভাবে ঘুমায় না। আবার কেউ কেউ তো ভোররাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু এটা একদমই উচিত না। রাতে আমাদের নিউরনের দরকার পর্যাপ্ত পরিমানে বিশ্রাম,অর্থাৎ পর্যাপ্ত পরিমান ঘুম। এমন কি সমীক্ষায় দেখা গেছে, যেসব স্টুডেন্ট রাত জেগে পড়ে তাদের থেকে দিনে পড়ুয়া ছেলেমেয়েদের রেজাল্ট বেশি ভালো হয় । তাই আজ থেকে আর রাত জেগে পড়া নয় এখন থেকে রাতে ঘুমানো চাই।

৩। পড়ার সময় সম্পূর্ণরুপে মননিবেশ কর পড়ার দিকেঃ


Source

২ ঘণ্টা মনোযোগ সহকারে না পড়ার থেকে ২০ মিনিট সম্পূর্ণরুপে মনোযোগ দিয়ে পড়া বেশি কার্যকারী । পড়ার সময় মন অন্যদিকে চলে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে,ফোকাস টা কোন দিকে যাচ্ছে? এবং সেই জিনিষ থেকে দূরে থাকতে হবে। ধরো, পড়ার সময় বারবার ফোনের দিকে নজর গেলে ফোনটা অফই করে দাও। কোন কিছুর আওয়আজে যদি সমস্যা হয় তাহেলে স্থান পরিবর্তন করে নিরিবিলি কোথাও চলে যাও।

৪।পড়তে ইচ্ছার সময় কঠিন বিষয় পড়িঃ


Source

যখন আমাদের পড়তে ভাললাগে তখন আমরা সধারনতো সহজ বিষয় বা যেটা পড়তে ভাল লাগে সেটা পড়ি। আর কঠিন টপিকটি সবার শেষে রেখে দিই, কিন্তু এটা ভুল! আগে পড়তে হবে সবচে’ কঠিন বিষয়টি ।এতেকরে কঠিন বিষয়টি আগে পড়া হয়ে গেলে সহজ গুলো পড়তে ভাললাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Koyekti gurotto purno Kotha tule dhorechen dhonnobad

You got an extra upvote from @news-today because you are a MinnowBooster White Listed author.

The MinnowBooster Communnity White List is a service for quality authors and provides a guaranteed profitable upvote for authors on the list. You need to be invited to get on the White List and once you are invited you need 5 accept votes from people who are already on the list. Like this we can ensure that only quality authors can profit from the White List benefits.

We need your help in making the White List grow. Please see my linked post and help out in developing the White List and building a profitable system for quality authors.

https://steemit.com/minnowbooster/@news-today/we-need-you-for-the-minnowbooster-community-white-list

Hola amigo
Para estudiar debes estar apartado de todo aquello que pueda distraerte y sacarte de concentración.
No debes esforzarte en estudiar si el sueño te esta dominando.
No debes estudiar hasta agotarte porque seguramente desperdiciarás tanto el sueño como el tiempo invertido.
Preferiblemente duerme, descansa y parate activo y dispuesto a estudiar y aprender.
Saludos y Gracias por el artículo

হ্যালো বন্ধু
পড়াশোনা করার জন্য আপনাকে সবকিছুকে বিচ্ছিন্ন করতে হবে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনাকে ঘনত্বের বাইরে নিয়ে যেতে পারে।
স্বপ্নটি আপনার দখলে থাকলে আপনি অধ্যয়ন করার চেষ্টা করবেন না।
আপনি নিজেকে নির্মূল না করা পর্যন্ত আপনি পড়া উচিত না কারণ আপনি অবশ্যই স্বপ্ন এবং সময় বিনিয়োগ উভয় অপছন্দ করা হবে।
পছন্দসই ঘুম, বিশ্রাম এবং সক্রিয় এবং অধ্যয়ন এবং শিখতে শেখার জন্য দাঁড়ানো।
শুভেচ্ছা এবং নিবন্ধের জন্য ধন্যবাদ

Thanks for your comment. Where are you from?

You got a 53.55% upvote from @emperorofnaps courtesy of @rishan!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

Hello friend. I´m from Venezuela.