আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের বিষ্ময়কর ৬ টি তথ্য

in exceptional •  6 years ago 

যুগ যুগ ধরে বিজ্ঞানীরা সকল অজানা তথ্য খুঁজে বাহির করার প্রয়াস চালিয়েছে এবং এক এক করে সফলতার পেছে। বিজ্ঞানীরা এখনো আরো নতুন নতুন তথ্য জানান জন্য প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যুগে যগে এমন সব তথ্য জানতে পারেছেন, যা এক সময় অজানা ছিলো। এ কারণে বিজ্ঞানের জ্ঞানেরও যেন কোনো শেষ নেই।

তেমনই কিছু আজব তথ্য তুলে ধরা হলো-

১. বিশ্বের অক্সিজেন চাহিদার প্রায় ২০ শতাংশ মেটায় অ্যামাজন জঙ্গল থেকে। অ্যামাজন জঙ্গলের এই বিশাল আকৃতির বিষয়টি অনেকে কল্পনাও করতে পারেন না। অ্যামাজন জঙ্গলের ভূমি রয়েছে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গকিলোমিটার।

566724 (1).jpg

২. প্রতি বছরের গ্রীষ্মে আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তাপ বৃদ্ধি পেলে পদার্থে আকারও বৃদ্ধি পায়। আর এ কারণেই আইফেল টাওয়ারের উচ্চতা গ্রীষ্মকালে অতিরিক্ত তাপে বৃদ্ধি পায়।

566724 (6).jpg

৩. সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট ১৯ সেকেন্ড সময় প্রয়োজন হয়। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার। তবে পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্বও কম নয়। এ কারণেই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে এ সময় লাগে।

566724 (2).jpg

৪. মানুষের পেটেও শক্তিশালী অ্যাসিড রয়েছে। এ অ্যাসিড এতই শক্তিশালী যে তা একটি রেজর ব্লেডকেও হজম করতে পারে।

566724 (3).jpg

৫. সূর্যের চারপাশে প্রায় সব গ্রহই ঘড়ির কাটার দিকে ঘুরে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো শুক্র। এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে।

566724 (4).jpg

৬. মহাকাশের রহস্য অসীম। মানুষের পক্ষে যতটা সম্ভব জানা হয়েছে তা বাস্তবে অতি সামান্য। বিজ্ঞানীরা এখনও প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারছেন এবং নতুন নতুন তথ্য জানতে আরো প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এ জানা হয়ত কোনোদিনই সম্পূর্ণ হবে না।

566724 (5).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

done upvote@journalist-akter thanks for used Our Bid VOt Helper By @saiduzzaman. Carry On

thanks

working promote @journalist-akter your post, just wait and see, thanks for work with @saiduzzaman

thanks brother

অনেক কিছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ

Wow. great post.

thanks

You got a 42.61% upvote from @emperorofnaps courtesy of @saiduzzaman!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

Thank you very much, brother

informative post er jonno thanks vai... onek kisui janlam.

Welcome brother