সকাল থেকে স্ত্রীর মুখ হাসি হাসি।মনে ভয় ঢুকে গেলো,ব্যাপার কি?অন্যয় কিছু করে ফেললাম নাকি!
খেতে বসে স্ত্রী একটু বেশিই যত্ন করতে লাগলো।নিজেই হাত ধোঁয়ার জল এগিয়ে দিলো।এখন চোখে চোখ রেখে মিটিমিটি হাসছে।
অস্বস্তিবোধ আরো প্রবল হলো।জিগ্যেস করলাম " কি হইছে তোমার?"
স্ত্রী হেসে বললো " কি আবার হবে? "
" না মানে একটু অন্যরকম লাগছে "
" অন্যরকমটা আবার কেমন? "
" বউ বউ ভাবটা প্রবল হয়ে উঠেছে "
" বিয়ে করেছি,বউয়ের মতোই তো আচরণ করতে হবে,তাই না! "
মনে মনে ভিষণ আনন্দিত হলাম।এতোদিন বৌ আমায় দাবিয়ে রাখতো।ভিষণ রাগী এবং জেদী।তাহলে কি ও পাল্টে গেলো?তবে তো বেশ হয়!
অফিসে যাওয়ার সময় স্ত্রী আমার হাত জড়িয়ে ধরে বললো " শুনোনা,তোমার মানিব্যাগ থেকে পনেরো শো টাকা নিয়েছি "।বুঝলাম এতক্ষণের যত্নের কারণটা!
গল্প