আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ এ কি করতেছি তা আমার বন্ধুের জানাবো। ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম আমার বন্ধুর বাড়ি। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে ফেলছি। তো চলুন শুরু করা যাক। এই ফুলটা নাম অ্যাডেনিয়াম ওবেসাম হল একটি বিষাক্ত প্রজাতির ফুলের উদ্ভিদ আমরা বলে থাকি।অসাধারণ একটি ফুল। এই ফুল সব জায়গায় কম বেশি পাওয়া যায় না। আমি আমার বন্ধুর বাসার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম , তাদের ছাদে দেখি সুন্দর একটি ফুল তা হলো নয়নতারা ফুল। আমি একটি নয়তারা ফুলটি ছিরে ফেলি এবং তা দিয়ে একটি ফটোগ্রাফি করলাম। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।অ্যাডেনিয়াম ওবেসাম হল একটি বিষাক্ত প্রজাতির ফুলের উদ্ভিদ যা ডগবেন পরিবারের উপপরিবার Apocynoideae, Apocynaceae গোত্রের Nerieae গোত্রের অন্তর্গত। এটি সাহারার দক্ষিণে সাহেল অঞ্চল, গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় পূর্ব এবং দক্ষিণ আফ্রিকা এবং আরব উপদ্বীপের স্থানীয়।
সকলে আমার জন্য দোয়া করবেন যে আমি আরো ভালো ভালো বল্ক করতে পারি।
আশা করি সকলের ভালো লাগবে