আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি প্রিয় ব্লগ এর শেয়ার করবো লাউ ফুল। আজ আমি আপনাদের সাথে সুন্দর ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি তা হলো লাউ ফুল। লাউ ফুল দেখতে খুব সুন্দর। সাদা একটু সবুজ করলা ফুল। উপকারিতা একটি সুস্বাদু সবজি। ভিটামিন সি, ক্যালসিয়াম সমৃদ্ধ। লাউশাক আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। লাউয়ের পাতা ভাজা এবং রান্না করা যায়, এখন ফলটি সবজি হিসাবে রান্না করা যায়, লাউয়ের পাতা থেকে ডাঁটা পর্যন্ত সবকিছু খাওয়া যায়। এই ফুল দ্রুত বাড়ে। এই লাউ ফুলের গাছটি অনেক বড় হয় ।এই গাছ চাষ হয় গ্রামের রান্না ঘর এর চালে, পুকুর পাড় ইত্যাদি জায়গায়। তাই আমার স্টিমিটস বন্ধুরা দয়া করে আমাকে সমর্থন করুন
আশা করি সকলের ভালো লাগবে আমার ফটোগ্রাফি। বন্ধুরা তোমাদের কি চা ভালো লাগে তা কমেন্ট করে জানাও।