মাছি একটি পরিশ্রমী প্রাণী এদের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। মাছি সবসময় নোংরা পরিবেশে থাকে। মাছি সব সময় মিষ্টি খাবারে পরে। গুড়ের দোকানগুলোতে মাছি দেখতে পাওয়া যায়। ফলমুলের দোকান বিশেষ করে খেজুরের দোকানে মাছির একটা পাওয়া যায়। মাছি ফলমূল ইত্যাদিতে পরে৷ মাছি বিভিন্ন সাইজের হয়ে থাকে এর মধ্যে ছোট বড় মাজারি সাইজ রয়েছে। মাছি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। এক ধরনের বড় কালো মাছি আছে। এদের চোখগুলো অনেক বড়। মাছি সব সময় সজাগ থাকে এদেরকে মারা অনেক কষ্টকর। লোক মুখে শুনেছি মাছির নাকি অনেকগুলো চোখ থাকে।
মাছি
last year by tufan99 (58)