রিভিউ টাইম 😎
কিছুদিন যাবত পিজ্জা খাবার অনেক জল্পনা-কল্পনা করতে করতে আজ চলে গেলাম Spice Club। ফুডিস রিভিউ দেখে তাদের সিগ্নেচার পিজ্জা নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সেখানে জানতে পারলাম স্গিনেচার পিজ্জায় চিকেন বা বিফ ইউস হয় না। আমি আবার ভেজিটিরিয়ান না ভাই আমার পিজ্জায় চিকেন বা বিফ লাগবে। যাই হউক ওয়েটার এর সাজেশান নিয়ে অডার করলাম।
আইটেম১ঃ Chiken Margarita Pizza 8"
স্বাদঃ৯/১০ (পিজ্জায় ইনগ্রেডিয়ানস একদম ফ্রেশ ছিল। চিকেন ইনাফ প্রতি বাইটে ইক্সপ্লোর করছিল। চীজ রীতিমত। তিন রকমের সস যা টেস্টটা কমপ্লিট করে। আমার আবার সস ছারা পিজ্জা স্বাদহীন। সুতরাং আমার মতো সস লাভারদের জন্য সস ছারা পিজ্জার প্রথম টেস্টিং বাইট পানসে লাগতে পারে। কিন্তু ডন্ট ওয়ারি ট্রাই উইদ মাউথ ওয়াটারিং সস। দেন ইউ উইল ফিল দি ম্যাজিক।)
দামঃ ৪০০ টাকা
পরিমাণঃ পিজ্জা পাগলদের জন্য একাই শেষ করা যায়। না হলে দুজন খাওয়া যাবে।
বিহেভিয়ারঃ ওয়েল ম্যানার।
Amazing food photography
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit