কাল খেয়ে আসলাম ২ বন্ধু বেলা বাইট এর কাঁপল সেট মেনু। ২৮০ টাকা তে ২ জনের খাবার। বেশ ভালো লাগল। ৪ পিস উইং বিবিকিউ সাথে ২ টা ফ্রাইড চিকেন আর ভেজিটেবল সালাদ আর ফ্রাইড রাইস। ড্রিঙ্কস হিসেবে ছিল কোল্ড কফি। ট্রে তে সুন্দর করে সাজিয়ে দিতে বলেছিলাম যেভাবে মেনু র ছবি তে ছিল সেভাবে। সেভাবেই দিয়েছিল আর টেস্ট ও ভালো ছিল
স্বাদ- ৯/১০
সার্ভিস- ৮/১০
পরিবেশ- ৭/১০
বেলাবাইট শ্যামলী স্কয়ার ফুড কোর্ট শপ ৬০২