বিয়ে বাড়ির খাবার One of the most favourite food is mine
মনেমনে প্রায়ই ভাবতাম এমন কোনো রেস্টুরেন্ট যদি থাকতো যেখানে আমি all time বিয়ে বাড়ীর ফুড পাবো আমার সেই স্বপ্ন পূরণ করেছে
এইজন্য অনেক ধন্যবাদ তাদেরকে.....স্বপ্ন পূরণ করেছে এই জন্য বলছি কারণ আমি এই প্লেটার এ একদম perfect বিয়ে বাড়ির স্বাদ+গন্ধ+চেহারা দেখতে পেয়েছি
সব কিছু একদম ঠিকঠাক , দশ এ দশ পাওয়ার মতো একটি খাবার.....শুধু একটাই কমপ্লেন আমার আর সেটা হলো উনাদের কাস্টমার দের বসানোর জন্য পর্যাপ্ত যায়গা নেই .... দশ মিনিটস এরমতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ সিট্ খালি ছিল না.... কর্তৃপক্কের কাছে অনুরোধ থাকলো এতো ভালো ভালো প্লেটার দেয়ার আগে আপনারা সিটিং ক্যাপাসিটি টা আরেকটু বাড়ান প্লিজ...পেটের মধ্যে খিদা নিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে অনেক
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!