ইহা একটি রোমাঞ্চকর অনুভূতি..
টিউশনি থেকে বের হয়েই পড়লাম বৃষ্টির ফাদে। বৃষ্টি একটু কমাতেই বাইকে করে রওনা হলাম পরের টিউশনির জন্যে। ঠান্ডা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আর বজ্রপাত। আহা, এ এক অন্যরকম অনুভূতি। # মগবাড়ি_চৌমুহনী কাছে যেতেই বৃষ্টি বেড়ে গেলো.. কোনো কিছু না ভেবেই কাকভেজা হয়ে ঢুকে পড়লাম
সোনার_বাংলা হোটেলে।
সাতপাঁচ না ভেবেই অর্ডার করলাম খিচুরি আর ভাজাপোড়া।
মিনিট পাঁচেক এর মাঝেই হাজির...
এক নজর দেখেই প্রেমে পড়ে গেলাম। আর এক চামচ মুখে দিয়েই মনে হল, ইহা আমি কি খাইলাম। প্রতি চামচ মুখে দিতেই ভূলে যেতে লাগলাম বাইরের বৃষ্টি আর বজ্রপাতের কথা। ইহা অমৃত... কাকভেজা, বৃষ্টি, বজ্রপাত আর খিচুড়ি।
সব মিলিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি।
সোনার বাংলা হোটেল
স্থান: মগবাড়ি চৌমুহনী
খিচুড়ি: ৮/১০। দাম: ২৫
ভাজাপোড়া: ৬/১০। দাম: ২০ (ঠান্ডা ছিলো )
সালাদ: ৭/১০। ফ্রি
good food.like it
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit