আইটেম:😍😍চোকো ব্লাস্ট😍😍
##আলম'স #কফিনেশন
আইটেম টি গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে,
যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, এরপর একজন প্রিয় মানুষ তার পকেটের অবারিত দ্বার খুলে দেওয়ার পর,এইটা পান করার সৌভাগ্য হলো, তো সে কথা যাক এবার রিভিও এ আসি,,,
কোয়ালিটি: এক কথায় বেস্ট, আমার মতে আলম'স কফিনেশন এ ময়মনসিংহ এর বেস্ট কোয়ালিটির কফি বানায়।
পরিবেশ: ছিমছাম পরিবেশ, শান্তিতে ফিল করে কফি পান করার জন্য অসাধারণ জায়গা।
ব্যবহার: আনিছ আংকেলের ব্যবহার অমায়িক, বসার পর মেনু নিয়ে এসে, সব বুঝিয়ে দিয়ে, শেষে নতুন আইটেমটার কথা উল্লেখ করলেন(চোকো ব্লাস্ট)।আসলে মেনুতে চকো ব্লাস্ট এর নাম তোলা হয় নি এখনো।
.....................
টিপটিপ বৃষ্টি পড়ছিল, সকালে ভাজাপোড়া কিছু খেয়ে গিয়েছিলাম ওখানে, দুপুরে চকো ব্লাস্ট পান করার পর অন্তর জুড়ায়ে গেল,এক্কেবারে সব #ঠান্ডা ফিলিং।
সবচেয়ে ভালো লাগল, শেষ পর্যন্ত জিভের ডগায় ফ্লেভার লেগে থাকাটা। 😍
আসলে প্রথম সামনে আসার পর কম্বিনেশন বাইরে থেকে দেখেই কিউট লাগছিল, ভেবে পাচ্ছিলাম না এটাকে খাবো নাকি পান করব😂😂
ইগলোর ইয়াম্মি আইস্ক্রিম, চকোলেট, কফি,মিল্ক ফ্লেভার সবকিছু মিলিয়ে অসাধারণ কম্বিনেশন,
দাম:৭৫ টাকা মাত্র, দামের তুলনায় টেস্ট ঢের বেশি।🐸
জায়গা: অবকাঠামোগত জায়গা কিছুটা কম, তবুও কোয়ালিটির কাছে অবকাঠামো কোন ছাড়।
🐸যারা যেতে চান তাদের বলি, স্টেশন রোড থেকে ব্রিজের দিকে ২ মিনিট হাঁটবেন, হাতের ডানে পেয়ে যাবেন/(২নং স্টেশন রোড)
ওভারঅল রেটিং : (৮/১০)
Tasty milk shakes
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit