Delicious food....best✌✌✌✌✌

in food •  7 years ago 

দিন দিন দারুচিনির ফ্যান হয়ে যাচ্ছি😍

ময়মনসিংহে যে কয় জায়গায় চিকেন চাপ খেয়েছি তার মধ্যে এইটা বেস্ট লেগেছে।পরিমাণ মোর দ্যান এনাফ ফর ওয়ান পারসন।সাথে আচার টাও ভাল ছিল।

আইটেম:চিকেন চাপ
প্রাইস :১২০/-
রেটিং:৮.৫/১০
image
নানের ক্ষেত্রে বলব যারা একটু বেশি খেতে পছন্দ করেন আই মিন অনেক সময় দেখা যায় অন্যান্য রেস্টুরেন্ট এ একটা নান খাওয়ার পরে মনে হয় যে নান টা আরেকটু বড় হলে ভাল হত তাদের জন্য দারুচিনির বাটার নান টা পারফেক্ট। সাইজেও যেমন বড় তেমনি খেয়েও মজা পাওয়া যায় কারণ অনেক সফট থাকে এখানের নান টা।

আইটেম:বাটার নান
প্রাইস:৫৫/-
রেটিং:৮/১০

ডেকোরেশন নিয়ে আর নতুন কিছু বলব না
তবে আজকের সার্ভিস ও ব্যবহার খুবই ভাল ছিল।সত্যিকার অর্থে এরথেকে ভাল আর আশাও করি না আমরা।
তাই এখানে আমি ১০ এ ১০ ই দিব!(বিভিন্ন মামাভেদে এটা ভিন্ন রকম হতে পারে)

শুভকামনা ফর দারুচিনি।👌✌✌

"দারুচিনি রেস্টুরেন্ট"
ফার্স্ট ফ্লোর,আলিমুন প্লাজা
অলকা নদী বাংলার অপজিটে
গাংগিনাড় পাড়,ময়মনসিংহ
ঢাকা,বাংলাদেশ।😂

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!