Place - #cafe_marine
ইফতার প্যাকেজ - ১
পার্সেল ছিল ৷
টিক্কা মাসালা আর জুসটা ভালো ছিলো খেতে ৷
এবার আসি আসল কথায় ৷ আগে আমি জানতাম যে বিরিয়ানী হল পোলাওয়ের চাল ও মাংস দিয়ে তৈরি একটি খাবার এবং হায়দ্রাবাদী বিরিয়ানী হল বিশেষ ধরনের বিরিয়ানী যেটাতে মাংসের পরিমান আরো বেশি থাকে এবং টেস্ট আরো ভালো হয় ৷
কিন্তু আজ বিরিয়ানী সম্পর্কে আমার ধারনা যে কতটা ভুল তা প্রমানিত হল !
& credit goes to #cafe_marine ☺
কোনো প্রকার মাংস না দিয়ে জাস্ট পোলাওয়ের চাল রান্না করে দিলেই যে এটাকে হায়দ্রাবাদী বিরিয়ানী বলে সেটা আমার জানা ছিল না ! আমি ভাবতাম এটাকে প্লেইন পোলাও বলে ! কিন্তু আজ তারা আমাকে আসল হায়দ্রাবাদী বিরিয়ানী চিনিয়েছে ! তাও আবার মাত্র ২৭৫ টাকায় ৷☺
এই প্যাকেজের মেইন আইটেমই ছিল হায়দ্রাবাদী বিরিয়ানী ৷ অনেক আশা নিয়ে প্যাকেজটি নিয়ে ছিলাম ৷ বাসায় এনে এর পরিমান দেখে আকাশ থেকে পড়লাম ! এটা কি ?!!!! এই তিন লোকমা বিরিয়ানীর দাম ২৭৫ টাকা ?!!!! একটু পর আবিষ্কার করলাম এটা যে শুধু পরিমানেই কম তা নয় , এটাতে কোনো মাংসও নেই ! জাস্ট প্লেইন পোলাও ! ☺
রেটিং : প্লেইন পোলাও থুক্কু হায়দ্রাবাদী বিরিয়ানী - 1/10 ☺
ওভার অল - 2/10 ☺
Restaurant মালিকদের খাবারের মান ও দাম নিয়ে আরো চিন্তা ভাবনা করা উচিত ৷
এভাবে বাটপারী করে কামানো টাকা হালাল হয় না ! ☺
শিক্ষা হয়েছে আমার ! আর যাব না #cafe_marine এ ☺
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!