চমৎকার বৃষ্টিস্নাত আবহাওয়া দেখে রাতে ডিনারের জন্য বের হলাম ৩ জন। এবার একটু দূর এগিয়ে যেতেই দেখি বৃষ্টি বজ্রপাতে রুপ নিচ্ছে। কী আর করা এই আবহাওয়া তেই চলে গেলাম কুমিল্লা টু ঢাকা হাইওয়ের কালাকচুয়ায় অবস্থিত রেস্টুরেন্ট # বিরতি তে। অর্ডার করলাম সেই চিরচেনা প্রিয় খাবার বিফ খিচুড়ি এবং ১ টা ফুল চিকেন ফ্রাই ( থাই)। রেটিং...
স্বাদ:
বিফ খিচুড়ি : ৭/১০ ( খিচুড়ি একদম ঠান্ডা ছিল গরম গরম সার্ভ করলে বেটার হত)
থাই চিকেন ফ্রাই : ৭.৫/১০
দাম: বিফ খিচুড়ি ২২০ টাকা , চিকেন ফ্রাই ফুল ১ টা ৩৬০ টাকা ( হাইওয়ে রেস্টুরেন্ট তাই দামটা বেশিই)
পরিবেশ : ৯/১০ ( চমৎকার গোছানো সুসজ্জিত)
সার্ভিস : ৮/১০
যাক আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক মহান আল্লাহ তায়ালা সকলকে শুভ রাত্রি। রিভিউ পড়েই ঘুমিয়ে যান....