কিভাবে ওয়াড প্রেসে ৪০৩ ফরবিডেন এরোর ফিক্সড করতে পারি

in forbidden •  2 years ago 

Screenshot_2023_0115_131624.png
আপনাদের সবাইকে স্বাগতম আজ দেখাবো কিভাবে আপনার সাইটের ৪০৩ ফরবিডেন এরোর ফিস্কড করতে পারেন আপনার সাভার যখন কোনো স্পেশিং স্পেইড এক্সেস এলাও করে সাধারণত তখন সাধারণত তখনি ৪০৪ ফরবিডেন এরোর পেইজ দেখা যায় এই কারনেই এমন একটা মেসেজ দেখতে পান বিভিন্ন কারনেই এই এরোর দেখতে পারেন যেমন ভুল পারমিশন এর কারনে পোর সিকিউরিটি প্লাগিন এর কারনে অথবা সাভার কনফিগারেশন কারনে এমন একটি এরোর আপনার সাইটের হতে পারে এটা ওয়াডপেসের এমন একটা এরোর যা মারাত্মক সমস্যার মধ্যে পড়ে আর এই এরোরটি মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আজ আমরা এই blog দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ৪০৩ ফরবিডেন এরোরটা ফিস্কড করতে পারবেন ৪০৩ ফরবিডেন এরোর এটি সাধারণত তখনি দেখা যায় যখন আপনার সাভার কোনো নিদিষ্ট পেইজ এক্সেস করতে পারমিশন দেয় না ওয়াড প্রেস সাইটে ৪০৩ ফরবিডেন এরোর দেখানোর কারন টা কি এমন প্রশ্ন আমরা সবাই করে থাকি সাধারণত বিগেনারদের ক্ষেত্রে এই প্রশ্ন বেশি আসে কেন ৪০৩ এরোরটা দেখা যায় মেস্কিমাম ক্ষেত্রে দেখা যায় সাইটে যদি পোর কোডের কোন সিকিউরিটি প্লাগিন ইন্সটল করা থাকে অথাত্ত আপনি যে সিকিউরিটি প্লাগিন টা ইন্সটল করেছেন সেটার কোডিং সিস্টেম যদি ভালো না থাকে তাহলে সেই এরোরটি সবচেয়ে বেশি দেখা যায় এছাড়া ও ওয়াড প্রেস সিকিউরিটি প্লাগিন যেমন আপনি যদি আপনার সাইটের সিকিউরিটি জন্য যে সকল সিকিউরিটি প্লাগিন ইউস করেন সেই সকল সিকিউরিটি কোম্পানিটার যদি কোনো আইপি এড্রেস বুক করে আর যদি এই আইপিতে সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে এই সমস্যাটি ফেস করতে পারেন এই কারনেই আমি সবাইকে সাজেস্ট করবো যদি আপ্নারা বিগেনার হন যদি কোনো সিকিউরিটি প্লাগিন আপনার সাইট এ ইন্সটল করেন তবে অব্যশই সিকিউরি নামক যে প্লাগিন টি আপনার অব্যশি ফ্রী ইউস করতে পারবেন প্লাগিনটির লিংক আমি আমার ভিডিও প্রেসক্রিপশন এ দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই প্লাগিন টি সিকিউরিটি কে ইন সিউর করবে তাছাড়া আপনার ওয়াড প্রেস থাকা এইচটি এক্সেস ফাইল অথাথ হোস্টিং এর সি প্যনেল এর প্রতেকটা ওয়াড প্রেসের ডট এক্সেস নামে একটি ফাইল থাকে সেই ফাইলে যদি কোনো ভুল পারমিশন থাকে বা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ৪০৩ ফরবিডেন এরোর দেখতে এছাড়া ও ওয়াড প্রেস হোস্টিং কোম্পানিগুলো তাদের সাভারে এমন কিছু পরিবর্তন আনে যার কারনে আপনি এই ৪০৩ ফরবিডেন এরোরটি দেখতে পারেন চলুন তাহলে কিভাবে এই বিরক্তিকর ৪০৩ ফরবিডেন এরোরটি ফিস্কড করেবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্কিনে ৪০৩ ফরবিডেন এরোর তিনটি উপায়ে সাধারণত হয়ে থাকে এই তিনটি মেথডের মাধ্যমে আপনি আপনার ৪০৩ ফরবিডেন এরোর ফিস্কড করতে পারেন তো আমরা প্রথম মেথডটি যদি আপনার কোনো কাল্পিট প্লাগিন এর কারনে ৪০৩ ফরবিডেন এরোর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এটা সল্পট করবেন এটা করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার হোস্টিং এর ড্যাশবোডে আর ড্যাশবোড থেকে আপনি ফাইল ম্যানেজার ফাইল ম্য্যনজার থেকে পাবলিক এইচটি এম এল এ আসবেন সেখানে থেকে আপনি wp content আসবেন এখান থেকে প্লাগিনস নামে যে ফ্লোডারটি আসে রিনেইম করবেন রিনেইম করে আপনি অন্য কোনো একটা নেইম দিবেন বা ডি এক্টিভ লিখে আসবেন বা এখন আমরা আমাদের ওয়াডপ্রেস এর ড্যশবোডে আসবো প্লাগিন এ ইন্সটল প্লাগিন এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো এরোর চলে আসছে তার মানে আমাদের প্লাগিন গুলো নেই হোস্টিং প্যানেল আবার আসবো এসে যে প্লাগিন ফোল্ডার টি আমারা রিনেইম করেছিলাম সেটিকে আবার আগের পজিশনে নিয়ে আসবো এটাকে রিনেইম করে দিবো আবার রিনেইম করে প্লাগিন লিখে দিবো লিখার পর আমরা এখানে এসে আমরা এটা ব্রাউজ করবো ব্রাউজ করলে দেখবেন যে আপনার সবগুলো প্লাগিন একসাথে ডিএক্টিভ হয়ে গেসে এখন আপনি কি করবেন আপনার সাইটের সবগুলো প্লাগিন একটি একটি এক্টিভ করবেন আর এবং সাইট টি ব্রাউজ করে দেখবেন যে প্লাগিন এর কারনে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে অথাথ দেখা যাচ্ছে যে আমি এখন এই এডভান্স কাস্টম ফ্লিডস প্রো এটি এক্টিভ করলাম এর পর আমরা যদি সাইটটা ব্রাউজ করে দেখি দেখা যাচ্ছে যে ৪০৩ ফরবিডেন এরোর শো করতেছে না তখন এর পর নেক্সট এটাতে ক্লিক করবো করার পর এটাতে ৪০৩ এরোর শো করতেছে না আবার আরেকটা প্লাগিন এ ক্লিক করবো যদি যদি কোনো প্লাগিন এ এরোর থেকে থাকে আপনি সেই প্লাগিনটি এক্টিভ করা মাত্র ৪০৩ এরোর চলে আসবে তখন আপনার প্লাগিন সমসা থাকবে না এটা ছিল আমার ১ নাম্বার মেথড ২নাম্বার হলো ৪০৩ ফরবিডেন এরোর তখনি আসে যখন আপনার ফাইল পারমিশন না থাকে আপনার প্রতেকটি ওয়েবসাইট এ ওয়াড প্রেসের ফাইল এবং ফ্লোডার আপনার ফাইল ম্যানেজার এর পাবলিক এইচটি এম এল মধ্য স্টোর করা থাকে এবং প্রতোকটা ফাইলে এক একটি পারমিশন দেওয়া থাকে কে ফাইল টি এক্সেস করতে পারবে কে ফাইলটি এক্সেস করতে পারবে না সেই অনুমতি দেওয়া থাকে যদি আপনার কোনো ভুল পারমিশন দেওয়া থাকে অথাথ আপনার ধরেন wp admin এটা যদি ভুল পারমিশন দেওয়া থাকে অথবা wp content যদি ভুল পারমিশন দেওয়া থাকে অথবা wp includes যদি ভুল পারমিশন দেওয়া থাকে অথবা এখানে যত গুলো ফাইল সিস্টেম আছে এদের যে পারমিশন সিস্টেম যা আছে এখানে এই যে কারছা যেখানে নোট দিছে আমার পারমিশন সিস্টেম দেওয়া আছে যদি এই পারমিশন ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ৪০৩ ফরবিডেন এরোর আসতে পারে সাধারণত এই সমস্যা তৈরি হয় তখন যখন কোনো হোস্টিং প্রবাইডার তাদের কোনো আপডেট আনে অথবা কোনো মেলিসিয়াস কোডের কারনে হতে পারে আপনার এই পারমিশন গুলো চেঞ্জ হয়ে যতে পারে সেজন্য আপনি কি করবেন আপনার প্যানেল এ আসবেন প্যানেলে এসে প্রতোকটি ফাইল বা ফ্লোডার এখানে এসে পারমিশন এখানে ক্লিক করবেন করে দেখবেন যে আপনার পারমিশন গুলো ঠিক আছে যেমন wp admin এর জন্য সাধারণত ৭৫৫ পারমিশন টা আছে এইভাবে থাকে যদি অন্যথায় থাকে তাহলে বুঝবেন যে আপনি এই পারমিশন এর কারনে ৪০৩ এরোর ট আসছে wp content এর ক্ষেত্রে পারমিশন থাকে ৭৫৫ wp includes এর ক্ষেত্রে ৭৫৫ পারমিশন থাকে তো এ রকম আপনি আপনার পারমিশন চেক করে নিবেন দেখাচ্ছে wp config এর পারমিশন থাকে ৬৪৪ তো পারমিশন গুলি যদি ঠিক না থাকে তখন ৪০৩ ফরবিডেন এরোরটি আসতে পারে যখন আপনি দেখবেন যে আপনার পারমিশন ঠিক নেই তখন আপনি পারমিশন ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে আমাদের লাস্ট মেথড টি হলো কপ্টেট এইচটি এক্সেস ফাইল প্রতোক্টি ওয়েব সাইট পরিচালনা করার জন্য এইচটি এক্সেস ফাইল থাকে যদি আপনার এইট এক্সেস ফাইল কপ্টেড হয় কোনো কারনে সেক্ষেত্রে আপনার ৪০৩ ফরবিডেন এরোর আসতে পারে যতগুলো কারনে এরোর আসে তার ভিতরে মোস্ট এবং কম্ন এর এইচটি এক্সেস ফাইলটা কপ্টেড হওয়া তো আমরা তো আমরা দেখবো কিভাবে কপ্টেড এইচটি এক্সেস ফাইল এর কারনে যদি ৪০৩ ফরবিডেন এরোর আসে সেক্ষেত্রে আমরা কিভাবে এটিকে সল্পোট করবো তার জন্য তার জন্য এইচটি এক্সেস ফাইল ডিলিট করে দিতে হবে এখান থেকে এইচটি এক্সেস ফাইল ডিলিট করে দিবেন এইচটি এক্সেস ফাইল ডিলিট করে দিলাম ডিলিট দেওয়ার পর ড্যাশ বোড এ আসবেন ড্যাশবোডে এসে সেটিংস আসবেন সেটিং এসে আপনি যাস্ট পারমালিংক এ ক্লিক করবেন পারমালিংকে ক্লিক করার পর পোস্ট নেইম অথবা কাস্টম সাক্টচার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেইভ এন্ড চেইঞ্জস এ ক্লিক করবেন সেইভ আন্ড চেইঞ্জস ক্লিক করার পর আপনি আপনার হোস্টিং প্যানেল আসবেন আপনি এটিকে রিলোড করবেন রিলোড করার পর রিলোড করলে আপনি দেখতে পারবেন যে এখানে নতুন করে এইচটি এক্সেস ফাইল জেনারেট হয়ে গেছে তখনি দেখবেন যে আপনার ৪০৩এরোর ফরবিডেনটি ফিস্ক হয়ে গেছে আশা ভিডিওটি ওয়াডপেসের ৪০৩ ফরবিডেন এরোর ফিক্সড করতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে সাইস্ক্রাইভ বাটনে ক্লিক করুন পাশা থাকা বেল আইকন্টি বাজিয়ে দিন ওয়াডপেস নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট জানাতে পারেন আমি ঊত্তর দেওয়ার চেষ্টা করবো

Screenshot_2023_0115_131624.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!