তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান

in foryou •  3 months ago 

দুই দিন আগেই নতুন টিজার প্রকাশ করে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, শাকিব খানের ‘দরদ’ মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। সেখানে তিনি কথা বলেছেন তৃতীয় বিয়ে প্রসঙ্গেও।

prothomalo-bangla_2024-07_d9ee3fc2-7fc5-486d-af1c-d05d33208688_402897678_10211138648659838_7212587417168463809_n.webp

‘আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। “লাইফ ইজ আ জার্নি।” এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তাঁরা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।’ বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান শাকিব খান।

তিনি এ–ও জানান, তারপরও পরিবার, দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিবের ভাষ্যে, ‘আমার দুই সন্তান, মা–বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ–বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যাঁরা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাঁদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’

একই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। ‘শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন?’ এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না।
পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তাঁরা আমাকে সংসারী দেখতে চান।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’-এ শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শাকিব আনন্দবাজারকে বলেন, ‘সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তাঁর যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে “দরদ” ছবিটি দেখানো হবে, দর্শকের তাঁর কাজ ভালো লাগবে।’

চলতি বছর রায়হান রাফী পরিচালিত শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’ ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয়েছে, আগামী বছরই নাকি ছবিটির সিকুয়েল আসবে। তবে শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান ২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!