শিক্ষকও ছাত্র ছিলেন
চারজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র একজায়গায় বেড়াতে গিয়ে তার পরিক্ষা মিস করল। তখন তারা একটা গল্প ফেদে বসলো।""স্যার আমাদের একজনের দাদী মৃত্যুশয্যায় ছিলেন।তাকে দেখতে গিয়েছিলাম। পরে আসার পথে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিলো।"" তাই সঠিক সময় এসে পরীক্ষা দিতে পারি নাই। এবার তারা স্যারকে পরীক্ষা নেয়ার জন্যে অনুরোধ করল।বারবার অনুরোধে শিক্ষক রাজী হলেন, তবে শর্ত দিলেন একটা, যে, সবাইকে আলাদা রুমে পরীক্ষা দিতে হবে।চার জন কে চার রুমে বসিয়ে পরীক্ষা দিতে বসিয়ে দেয়া হল।
পরীক্ষায় কেবল একটি প্রশ্নই ছিলো, " গাড়ীর কোন চাকা পাংচার হয়েছিলো??
শিক্ষাঃশিক্ষকের সাথে মিথ্যা বলোনা। কারন তিনিও এক সময় ছাত্র ছিলেন।