হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভাল আছেন বরাবরের মত আজকে আমি আপনাদের মাঝে দারুন একটি টিপস নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের টিপস হলো যে আপনি কিভাবে পৃথিবীর যে কোন নাম্বারে একেবারে ফ্রী তে কল করবেন এবং এসএমএস করবেন শুনে অবাক হচ্ছেন তাইনা অবাক হলেও সত্য
তো চলুন শুরু করা যাক
তো বন্ধুরা প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনের chrome অথবা opera browser দিয়ে অন্য কোন ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে গেলে কিন্তু সাপোর্ট করবে না তো
প্রথমে এই ওয়েব সাইটে যান
https://www.revealname.com/
তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর একটু তলায় যাবেন দেখবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো একটি interface শো করবে
ধরুন আপনি কাউকে কল দিবেন
তো এই কল বাটন এ ক্লিক করবেন
তারপর আপনার country টা সিলেট করে নিবেন আমরা যেহেতু বাংলাদেশি যার কারণে বাংলাদেশ সিলেট করব
তারপর বাংলাদেশ সিলেট করে নেবো
তারপর আপনি যেই নাম্বারটিতে কল করতে চান সেই নাম্বারটি দিবেন
তারপর কল বাটন এ ক্লিক করবেন এবং দেখবেন যে নাম্বারে আপনি কল দিসেন সে নাম্বারে আপনার নাম্বার টি গোপন রেখে কল টি চলে গেছে
আপনি একইভাবে এখান থেকে ফ্রি এসএমএস ও করতে পারেন যেকোনো নাম্বার এ এসএমএস করার জন্য আপনাকে এসএমএস বাটনে ক্লিক করতে হবে
এবং একইভাবে আপনার country টা সিলেট করে নিতে হবে এবং যাকে মেসেজ করতে চান তার নাম্বারটি লিখবেন এবং কি মেসেজ করতে চান সেটি লিখে পাঠায় দিবেন।
আর হ্যাঁ এখান থেকে আপনি প্রতিদিন 200 কথা বলতে পারবেন
আশা করি পোস্টটি সবার কাজে লাগবে
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://trickbd.com/lifestyle/332394
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit