তারিখ: 10-12-2022 খ্রি:
বার: শনিবার।
বন্ধুরা,
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তার জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা। বদলে দিতে হবে দেশ কে এটা কি সম্ভব? এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ধারাবাহিক ভাবে। আজ একটি কথা বলবো তা হলো নিজে ভালো হবো না আর অন্য কে ও ভালো হতে দিবো না। এটা কি ঠিক এই দৃষ্টি ভঙ্গি আমাদের সকল কে বদলাতে হবে। আর এমন কথা বলার পিছনের গল্পটা অনেক বড়। এখন রাত প্রায় ১ টা বাজে। শীত ও করছে। তাই আর গল্পটা লিখছিনা আগামী তে লিখবো ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে থাকবেন।
শুভেচ্ছান্তে
কাজী তোবারক হোসেন।
খুলনা।