আমার এলাকার সাথ মিশে আছে যেন একেবারে গ্রামের মতোই পরিবেশ এখানে প্রায় কয়েক শত হাজার বিঘা জমি যেটা এখানে আবাসিক প্রাঙ্গণ হিসেবে পরিচিত।
এখানে আমার এলাকার তিন বন্ধু আছে সবাই ছুটির দিন বা শুক্রবার আমরা হাটতে আসি এখানে। বাসা থেকে ১০ মিনিটের রাস্তা সুযোগ হলেই আমরা ঘুরতে আসি এই খোলা মাঠে।
এই লতাগুল্ম ফুল টা এই মাঠ থেকেই তোলা এরকম অনেক রকম ফল ফুলে এখানটা শোভিত পুরো যেন কোন সবুজ গ্রামের মত কোন আর্টিফিশিয়াল কিছুই নেই এই জায়গার পরিবেশে।
এটাও এখান থেকে তোলা আমার আরেকটা ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি বিশেষ করে ম্যাক্রো করি বেশি এটা বেশি পছন্দ করি।
ধন্যবাদ আমার ব্লগটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।