শিক্ষাজীবন মানে শুধু এই নয় যে সারাদিন পরাশুনার মধ্য দিয়ে সময় কাটাতে হবে। শিক্ষাজীবন হচ্ছে এমন একটি সময় যখন আপনাকে পড়াশুনার পাশাপাশি নানা বিষয়ের উপর জ্ঞ্যান লাভ করতে হবে। কারন, জীবনে সফলতা পেতে হলে পড়াশুনা বা সার্টিফিকেট যথেষ্ট না । আপনাকে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতেও পারদর্শি হতে হবে।আজকের পোস্টে সেসব নিয়েই আলোচনা করা হবে।
নেটওয়ার্কিং এর মাধ্যমে এখানে বুঝানো হচ্ছে আপনি যেই কাজে পারদর্শি সেই কাজের সাথে সংযুক্ত অন্যান্যদের সাথে কমিউনিকেশন গড়ে তোলা। আমরা অনেকেই মনে করতে পারি যে এই কাজে আমি খুব পারদর্শি আমার থেকে এই কাজ অন্য কেউ ভালোভাবে করতে পারবে না, আসলে ধারনাটা ঠিক নয়। এটি শুধুই অহংকার এর প্রদর্শন হয়। এমনও হতে পারে অন্যকেঊ পানার থেকেও ভালোভাবে এই কাজটি সম্পন্ন করতে পারবে। তাই অন্যদের সাথে কমিউনিকেশন রেখে আপনার কাজকে আরো নিপুন করে তুলতে পারে।
নতুন যেকোন কিছুর উপরই আমাদের সকলেরই একটি বিশেষ টান থাকে। ঠিক তেমনি নতুন ভাষার প্রতি টান থাকা খুব ভালো একটি দিক। নিজের মাতৃভাষার পাশাপাশি অন্যদেশের ভাষা সম্পর্কে জ্ঞ্যান অর্জন করা এবং তা আয়ত্ত করলে আপনার ব্যক্তি জীবনে তা খুব কাজে আসতে পারে। এটি হয়তো আপনার চাকরির সিভিতে বিশেষ প্রভাব ফেলতে পারে। তাই আজ থেকেই অন্য দেশের ভাষা নিয়ে পর্যালোচনা শুরু করুন।
ভাল কিছু জানলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has received a 45.77 % upvote from @booster thanks to: @zaku.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you represent our bangladesh and bangla post 👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit