আমাদের দেশের জনপ্রিয় ফল গুলোর মধ্যে একটি হলো কমলা। কমলা আমাদের দেশে আসে ভারত এবং মায়ানমার থেকে। তবে আমাদের এলাকায় যে কমলা পাওয়া যায় তার বেশিরভাগই আসে ভারতের কলকাতা থেকে। কমলা দেখতে সাধারণত হলুদ কালারের হয়ে থাকে৷ কমলাতে প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায়। আমাদের দেশের মাটিতে এই কমলা তেমন ফলে না। তবে বর্তমানে আমাদের দেশের কৃষি প্রযুক্তিবিদরা অনেক প্রচেষ্টার ফলে ঠাকুরগাঁও জেলায় প্রচুর পরিমানে কমলা চাষ করতে সক্ষম হয়েছে। আমাদের দেশের কৃষি প্রযুক্তিবিদরা মনে করেন ৩-৪ বছরের মধ্যেই কমলার জেনেটিক পরিবর্তন ঘটিয়ে দেশেই এর চাষাবাদ শুরু করবে। কমলা প্রতি কেজি বিক্রি হয় ২৫০-৩০০ টাকা। কমলা বেশিরভাগ সময় আত্মীয়ের বাসায় নিয়ে যায় নয়ত রোগীকে খাওয়ানো জন্য নেয়। কমলা আমার অনেক প্রিয় একটি ফল। আমি প্রায় সময় বাজার থেকে কমলা কিনে খাই।
An orange
last year by rahim111 (51)